কলকাতা: পাশাপাশি বসে গান করছেন বাবা-মেয়ে। তাল দিচ্ছেন, হেসে উঠছেন শিশুসুলভ সারল্যে। তবে এই বাবা মেয়ে জুটি সকলের পরিচিত। একজন রুপোলি পর্দায় নায়ক, অন্যজন বর্তমান প্রজন্মের নায়িকা। রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক। সোশ্য়াল মিডিয়ায় বাবার সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্ত হামেশাই ভাগ করে নেন কোয়েল। নেটিজেনদেরও বেশ প্রিয় বাবা মেয়ের এই নিখাদ খুনসুটি ও ভালোবাসার রসায়ন।


কোয়েল 'ফ্যামিলি পার্সন'। নিজের একাধিক স্বাক্ষাৎকারে একথাই বলে এসেছেন তিনি। পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন তিনি। বাবা রঞ্জিত মল্লিক হোক বা ছোট্ট কবীর, কোয়েলের ফাঁকা সময় কাটে পরিবারের সঙ্গেই। সোশ্যাল মিডিয়ায় বহুবার বাবাকে নিয়ে ছোট ছোট বিভিন্ন স্মৃতি ভাগ করে নিয়েছেন কোয়েল। তাঁর নতুন শেয়ার করা ভিডিওতে বাবার সঙ্গে মজার কবিগান করলেন তিনি। গান শেষে শিশুর মত জড়িয়েও ধরলেন বাবাকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন অভিনেত্রী।


সদ্য দুর্গা এবং লক্ষ্মী পুজো শেষ হয়েছে। বাড়ির দুর্গাপুজোয় সবসময়েই অংশ নেন কোয়েল। ছোট থেকেই বাড়ির পুজো দেখে আসছেন তিনি। আর দুর্গাপুজোর পর বাড়িতে লক্ষ্মীপুজো ও হয়। সেখানেও পুজোর আচার অনুষ্ঠান পালন করেন তিনি। কোজাগরী লক্ষ্মীপুজোর দিন ছোট্ট ভিডিও শেয়ার করেছিলেন কোয়েল। সেখানে দেখা গেল, আগুনরঙা শাড়ি পরে বাড়িতে আসনা দিতে ব্যস্ত তিনি। কখনও আবার আরতির পঞ্চপ্রদীপ এগিয়ে দিচ্ছেন সবার দিকে। সব মিলিয়ে বাড়ির পুজোর সমস্ত নিয়ম নিষ্ঠা করেই পালন করেন কোয়েল।


ছোটবেলা থেকেই বাড়ির পুজো দেখে এসেছেন কোয়েল, বড় হয়েছেন সেই আবহেই। সোশ্যাল মিডিয়ায় হামেশাই পুজো নিয়ে নিজের ছোটবেলার স্মৃতি ভাগ করে নেন অভিনেত্রী। সম্প্রতি একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। তাতে তিনি বলছেন, 'ছোটবেলায় পুজোর সময় সবচেয়ে কম সময়ে ঘুমাতাম। কারণ ঘুমালেই মনে হত সময় নষ্ট। ঠাকুর দালানে বসে আড্ডা, খাওয়া দাওয়া, সব মিলিয়ে পুজোয় খুব আনন্দ হত।'