কলকাতা: গতকালই প্রকাশ্য়ে এসেছে 'কফি উইথ করণ সিজন ৮'-এর প্রথম পর্ব। যেখানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বলিউডের সেলিব্রিটি কাপল রণবীর সিংহ (Ranveer Singh) ও দীপিকা পাড়ুকোন (Ranveer Kapoor)। আর এদিন 'রাম-লীলা' ছবিটি প্রসঙ্গে নতুন তথ্য় প্রকাশ্য়ে আনলেন বলিউডের বাজিরাও।


রণবীর সিংহ বলেন যে, 'রাম-লীলা' ছবিতে প্রথমে করিনা কপূরকে (Kareena Kapoor) কাস্ট করা হয়েছিল। সেই মত ছবির সেটও তৈরি করা হয়েছিল। তবে শুটিং শুরুর এক সপ্তাহ আগে কোনও অজ্ঞাত কারণে ছবি ছেড়ে বেরিয়ে যান তিনি।


তিনি আরও বলেন,'করিনা ছবি ছেড়ে দেওয়ার পর আমরা বসে ভাবছিলাম কাকে নেওয়া যায়। পরিচালক সঞ্জয় লীলা ভনশালী সহ সমস্ত এডি আমার অফিসে এসে আলোচনা করতেন কে এই চরিত্রের জন্য় উপযুক্ত হবে। তারপরই এই চরিত্রের জন্য় দীপিকাকে কাস্ট করা হয়। সেইসময় আমি 'গোরি তেরে প্য়ায়ার মে' ছবির জন্য় কাজ করেছিলাম।' উল্লেখ্য় এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। যেখানে করিনা কপূরের বিপরীতে অভিনয় করেছিলেন ইমরান খান।


'রাম-লীলা' ধুন্ধুমার সাফল্য়ের পর সঞ্জয় লীলা ভনশালীর 'বাজিরাও মস্তানি' ও 'পদ্মাবত'-এ দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে।


আরও পড়ুন...


যেন স্বপ্ন সত্যি হওয়ার গল্প, দীপিকা রণবীরের চোখে আবেগাশ্রু, ৫ বছর পর প্রকাশ্যে বিয়ের ভিডিও


উল্লেখ্য়, ডেকান ক্রনিকলের সঙ্গে একটি সাক্ষাত্কারে, করিনা কপূর শেষ মুহূর্তে 'রাম-লীলা'কে না বলার বিষয়ে মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন, 'আমি সেইসময় অন্য় একটি কাজে চুক্তিবদ্ধ হয়ে পড়েছিলেন। তবে এই ছবি ছেড়ে দেওয়া আমার ভুল সিদ্ধান্ত ছিল। সঞ্জয় লীলা ভনশালীর মত পরিচালকের সঙ্গে আমি কাজ করার অভিজ্ঞতা মিস করেছি।


প্রসঙ্গত, কিছুদিন আগেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল করিনা কপূর খানেক ছবি 'জানে জান' (Jaane Jaan)। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছিলে বিজয় বর্মা (Vijay Varma) ও জয়দীপ আহলাওয়াত (Jaideep Ahlawat)।  ছবিতে বেবোর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছিল দর্শক ও সমালোচক মহলে। 'জানে জান'-এর শ্যুটিং শেষ হওয়ার পরে বিজয় ও জয়দীপের ভূয়সী প্রশংসা করেছিলেন করিনা। ছবি মুক্তির পরেও একাধিকবার করিনা জানিয়েছেন, বিজয় ও জয়দীপ কতটা ভাল অভিনেতা। তবে করিনার থেকে প্রশংসা পেতে নাকি রীতিমতো লজ্জা পেয়েছিলেন বিজয় ও জয়দীপ। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial