মুম্বই: সম্প্রতি 'কফি উইথ করণ' শোয়ের সিজন ৮-এ হাজির হয়েছিলেন শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) এবং তাঁর পুত্র সইফ আলি খান (Saif Ali Khan)। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে এই শোয়ের বিশেষ এপিসোডটি। সেখানেই করণের সঙ্গে খোলামেলা আড্ডায় ছেলে আর মায়ের গল্প জমে ওঠে। কথা প্রসঙ্গেই শর্মিলা জানান নীরবেই ক্যানসার বাসা বেঁধেছিল তাঁর শরীরে। তবে ঠিক কবে শরীরে মারণরোগ বাসা বেঁধেছিল তাঁর সে কথা খোলসা করে কিছুই জানাননি বর্ষীয়ান অভিনেত্রী।


এই শোয়ে কথা ওঠে করণ জোহর (Karan Johar) পরিচালিত 'রকি অউর রানি' ছবিতে শর্মিলার অভিনয়ের প্রসঙ্গে। করণ জানান যে এই ছবিতে প্রথমে শর্মিলা ঠাকুরকেই নেবার কথা ভেবেছিলেন তিনি, কিন্তু তাঁর শারীরিক অসুস্থতার কারণে সেটা সম্ভব হয়নি।


কী বললেন শর্মিলা?


অভিনেত্রী এ প্রসঙ্গে বলেন, “করণ যখন আমার কাছে ছবিটিতে কাজের প্রস্তাব নিয়ে আসে, তখন কোভিড চরম পর্যায়ে ছিল। সেই সময় সবাই কোভিডের সঙ্গে লড়াই করছিল, আমাদের টিকাও দেওয়া হয়নি। তাই কেউই চায়নি যে ক্যানসার সারিয়ে ওঠার পর আমি এই ঝুঁকি নিই। তাই কাজটি ছেড়ে দিয়েছিলাম।” এরপর করণ বলেন, “আলিয়ার ঠাকুমার চরিত্রটির জন্য শর্মিলা ঠাকুরকে (Sharmila Tagore) প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে সেই চরিত্রে শাবানা আজমিকে দেখা গিয়েছিল।” বলাই বাহুল্য এই প্রথম প্রকাশ্যে নিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানান শর্মিলা।


কফি উইথ করণের বিশেষ পর্ব


বড়দিনে বড় ধামাকা দিয়েছিলেন কর্ণ জোহর।প্রোমোতেই বোঝা গিয়েছিল নবাব পরিবারের একাধিক গল্প উঠে আসবে আলোচনা আড্ডায়। সইফকে একবার 'অভিযোগ' করতে শোনা গেল যে অনুষ্ঠানে তাঁর মা ও কর্ণ যেন তাঁকে নিয়ে 'অপ্রস্তুতে' ফেলার মতো গল্প বলতেই এসেছেন। রসবোধ ও ইতিহাসের মেলবন্ধনে সমৃদ্ধ হবে এই পর্ব, বলাই বাহুল্য। আর এই পর্বেই সইফের ছেলেবেলার অনেক রহস্য তুলে আনেন শর্মিলা।


বাংলা ছবিতে শর্মিলা ঠাকুর


১৪ বছর পর বাংলা ছবিতে ফিরছেন শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)। নেপথ্যে  জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক সুমন ঘোষ। ছবির নাম 'পুরাতন'। এই ছবিতে মা ও মেয়ের চরিত্রে অভিনয় করবেন শর্মিলা ঠাকুর ও ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। ছবিতে শর্মিলা ঠাকুরের জামাই অর্থাৎ ঋতুপর্ণার স্বামীর চরিত্রে দেখা মিলবে ইন্দ্রনীল সেনগুপ্তর (Indranil Sengupta)।


আরও পড়ুন: Isha Koppikar Divorce: ১৪ বছরের দাম্পত্যে ইতি টানলেন অভিনেত্রী ইশা কোপিকর, খবর সূত্রের