মুম্বই: গতকালই বলিউড পরিচালক এবং প্রযোজক কর্ণ জোহর (Karan Johar) ঘোষণা করে জানিয়ে দেন যে তাঁর জনপ্রিয় শো 'কফি উইথ করণ' (Koffee With Karan) আর ফিরছে না। তাঁর এই ঘোষণায় মন খারাপ দর্শকদের। তবে, এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন ঘোষণা করলেন তিনি। আর তাতেই ফের চাঙ্গা অনুরাগী থেকে দর্শকরা।
'কফি উইথ করণ' নিয়ে নতুন ঘোষণা কর্ণ জোহরের-
এদিন নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করেছেন কর্ণ জোহর। তাতে তিনি লেখেন, ''কফি উইথ করণ' আর ফিরবে না... টিভিতে। কারণ, প্রতিটা অসাধারণ গল্পের জন্য একটা টুইস্ট দরকার হয়। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে 'কফি উইথ করণ'-এর সপ্তম সিজন আসতে চলেছে ডিজনি প্লাস হটস্টারে।' টিভিতে না দেখা গেলেও ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে জনপ্রিয় এই শো।
প্রসঙ্গত, গতকাল ইনস্টাগ্রামে কর্ণ জোহর একটি পোস্ট করেন। তাতে তিনি লিখেছেন, গত ৬ বছর ধরে 'কফি উইথ করণ'- আমার এবং আপনাদের জীবনের অংশ হয়ে উঠেছিল। আমরা এই শোয়ের মাধ্যমে প্রভাব বিস্তার করতে পেরেছিলাম। এমনকী পপ সংস্কৃতির ইতিহাসেও নিজেদের জায়গা করে নিয়েছিলাম। তাই ভগ্ন হৃদয়ে জানাচ্ছি, আর ফিরছে না 'কফি উইথ করণ'।' এর আগে বিনোদন সংক্রান্ত খবর করা একটি পোর্টাল জানিয়েছিল, আরও একটি সিজন আসছে কফি উইথ করণের। মে মাস থেকেই শ্যুটিং শুরু করতে চলেছেন হোস্ট করণ জোহর। একটি সূত্র সংশ্লিষ্ট পোর্টাল জানায়, এই মুহূর্তে কর্ণ জোহর 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির শ্যুটিং করছেন। মে মাসে তিনি এই ফিল্মের একটা বড় অংশ শেষ করে ফেলবেন। কর্ণ জোহর নিজের চ্যাট শোয়ে নিজের কাজের কথাও ঘোষণা করবেন বলে জানানো হয়। সেজন্য পরিকল্পনা ও প্রি-প্রোডাকশনের কাজও শুরু হয়ে গেছে বলে জানানো হয়েছিল।
আরও পড়ুন - Top Entertainment News Today: এক নজরে আজকের সেরা বিনোদনের খবরগুলি