মুম্বই : বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় জল্পনা চলছিল। নতুন মরসুমের জন্য আশায় বুক বাঁধছিলেন ভক্তরা। কিন্তু, ফিরছে না 'কফি উইথ করণ' (Koffee With Karan)। জানিয়ে দিলেন স্বয়ং হোস্ট করণ জোহর-ই (Karan Johar)। নতুন মরসুম নিয়ে তিনি ফিরছেন না বলে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জানিয়ে দিলেন করণ।


সপ্তাহখানেক আগে থেকে জল্পনা শুরু হয়েছিল, কফি উইথ করণ-এর নতুন সিজন আসছে বলে। আশায় বুক বাঁধছিলেন ভক্তরাও। কফির চুমুকে ফের একবার পছন্দের তারকাদের দেখা যাবে এই শোয়ে। কিন্তু, করণের ঘোষণার পর, সেই সম্ভাবনা জল ঢালা গেল।


আরও পড়ুন ; বিতর্কে জড়ানোর সময় মিসোজিনিস্ট মানেই জানতাম না, সাফ জানালেন হার্দিক পাণ্ড্য


আজ ইনস্টাগ্রামে করণ জোহর একটি পোস্ট করেন। তাতে তিনি লিখেছেন, গত ৬ বছর ধরে 'কফি উইথ করণ'- আমার এবং আপনাদের জীবনের অংশ হয়ে উঠেছিল। আমরা এই শোয়ের মাধ্যমে প্রভাব বিস্তার করতে পেরেছিলাম। এমনকী পপ সংস্কৃতির ইতিহাসেও নিজেদের জায়গা করে নিয়েছিলাম। তাই ভগ্ন হৃদয়ে জানাচ্ছি, আর ফিরছে না কফি উইথ করণ।


এর আগে বিনোদন সংক্রান্ত খবর করা একটি পোর্টাল জানিয়েছিল, আরও একটি সিজন আসছে কফি উইথ করণের। মে মাস থেকেই শ্যুটিং শুরু করতে চলেছেন হোস্ট করণ জোহর। একটি সূত্র সংশ্লিষ্ট পোর্টালকে জানায়, এই মুহূর্তে করণ Rocky Aur Rani Ki Prem Kahani-র শ্যুটিং করছে। মে মাসে তিনি এই ফিল্মের একটা বড় অংশ শেষ করে ফেলবেন। করণ নিজের চ্যাট শোয়ে নিজের কাজের কথাও ঘোষণা করবেন বলে জানানো হয়। সেজন্য পরিকল্পনা ও প্রি-প্রোডাকশনের কাজও শুরু হয়ে গেছে বলে জানানো হয়েছিল।


মে-র মাঝামাঝি থেকেই টিম শ্য়ুটিং করার জন্য প্রস্তুত, এমনও বলা হয়েছিল। কিন্তু, শেষমেশ এল অন্য খবর। আসছে না কফি উইথ করণের নতুন সিজন। আজ সোশ্যাল মিডিয়ায় সেকথা স্পষ্ট করে দেন বলিউডের অন্যতম নামী এই পরিচালক।