রঞ্জিত সাউ, কলকাতা : ' দলের মজ্জায় মজ্জায় এখন ক্যানসার ধরেছে, যদি বাঁচাতে হয় তা হলে ভয়াবহ অপারেশন ও কেমোথেরাপি অত্যাবশ্যক, না হলে রোগী বাঁচবে না। ' এই বলে যখন তথাগত রায় 'বিদায়' চাইছেন, ঠিক তখনই তথাগতর নিশানায় থাকা দিলীপ ঘোষ বললেন, 'বঙ্গ বিজেপি লড়াই করে ঘুরে দাঁড়াচ্ছে'


রাজ্যে আসছেন অমিত শাহ
বৃহস্পতিবার রাজ্যে আসছেন অমিত শাহ। এরপর কি রাজ্যে আসবেন নরেন্দ্র মোদি, জে পি নাড্ডা? মঙ্গলবার তেমনই জল্পনা উস্কে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বুধবার তিনি বলেন, বঙ্গ বিজেপি লড়াই করে ঘুরে দাঁড়াচ্ছে। এই জন্য কেন্দ্রীয় নেতারা খুশি। তাই বাংলায় আসছেন। এরপর আরও নেতারা রাজ্যে আসবেন। অমিত শা-র বাংলা সফর নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের।


শাহর পরে মোদি?
গতবছরের বিধানসভা নির্বাচনে তৃণমূলের কাছে পরাজিত হয়েছে বিজেপি। তারপর একের পর এক লোকসভা ও বিধানসভা উপনির্বাচন এবং পুরসভার নির্বাচনে বিজেপির হারের ধারা অব্যাহত। তার মধ্যেই বিজেপির অন্দরে ক্রমশ মাথা চাড়া দিচ্ছে অসন্তোষ এবং বিদ্রোহ। জেলায় জেলায় শুরু হয়েছে পদত্যাগ। এদিকে বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। এই প্রেক্ষাপটে, মঙ্গলবার দিলীপ ঘোষ জল্পনা উস্কে দিয়ে বলেন, অমিত শাহর বাংলা সফরের পর রাজ্যে আসতে পারেন নরেন্দ্র মোদি এবং জে পি নাড্ডা ! 

বিধানসভা ভোটের আগে এ রাজ্যে প্রচারে ঝড় তুলেছিলেন মোদি-অমিত শাহরা। কিন্তু, শেষ অবধি মিশন-২০০ শুরু করেও, ৭৭-এ থামতে হয়েছে তাদের। 


আরও পড়ুন : 'জায়গা ছাড়ছেন না মমতা, তাতেই দমবন্ধ অভিষেকের', টুইট বিতর্কে নয়া ইন্ধন দিলীপের


নিময়মাফির বুধবার ইকোপার্কে প্রাতঃর্ভ্রমণে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন দিলীপ। তৃণমূল নেতানেত্রীদের সাম্প্রতিক টুইটারসমূহ নিয়ে প্রশ্ন করলে বলেন, "আসলে এটা করানো হচ্ছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জায়গা ছাড়ছেন না। ২০১৯ থেকে দিদি প্রধানমন্ত্রী হবেন বলে ব্যানার লাগিয়ে হাওয়া গরম করা হচ্ছে।