কলকাতা: ২০১৬ সালের ৩১ মার্চের কথা এখনও ভুলতে পারেনি কলকাতার মানুষ। ব্যস্ত সময়ে হঠাৎই গণেশ টকিজের মোড়ে ভেঙে পড়েছিল নির্মিয়মাণ পোস্তা উড়ালপুল। কলকাতা আগে কখনও এমন ঘটনা দেখেনি। মানুষের আর্তনাদ, কোলাহলে আর আতঙ্কে থমকে গিয়েছিল কলকাতা। সেই কাহিনীই এবার সিনেমার পর্দায়। পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার প্রেক্ষাপটেই তৈরি হচ্ছে পাভেলের নতুন ছবি 'কলকাতা চলন্তিকা'।


এর আগে দেশপ্রিয় পার্কের দেবীদর্শন বন্ধ হয়ে যাওয়ার ঘটনার প্রেক্ষাপটে 'অসুর' ছবিটি তৈরি করেছিলেন পাভেল। আর একবার কলকাতার এক দুঃস্বপ্নের দিনকেই পর্দায় ফুটিয়ে তুলবেন তিনি। মুখ্যভূমিকায় দেখা যাবে অপরাজিতা আঢ্য, শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, খরাজ মুখোপাধ্যায়, কিরণ দত্ত ও অন্যান্যরা। বাবা ভূতনাথ এন্টারটেনমেন্টের ব্যানারে এই ছবিটির প্রযোজনা করছেন শতদ্রু চক্রবর্তী। ছবির চিত্রনাট্য লিখেছেন পাভেল ও অধ্যাপক স্বাতী বিশ্বাস। ছবির কলাকুশলীরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন ছবির পোস্টারে। সেখানে ধরা পড়েছে এক উড়ালপুল ভেঙে পড়ার ছবি। আর উড়ালপুলের ওপর রয়েছে কলকাতার বিভিন্ন প্রতীকী সব স্থাপত্য। দেখা মিলেছে ট্যাক্সিরও।


ছবির পোস্টারে ভিক্টোরিয়া, শহীদ মিনার, বেলুড় মঠ, লালবাজার, দক্ষিণেশ্বরের মন্দির-সহ কলকাতার বিভিন্ন জায়গার প্রতীকী ছবি ফুটে উঠেছে। পরিচালক পাভেল বলছেন ‘এই গল্পটা শহর কলকাতার তিন দিনের জীবনের গল্প। প্রথম দিন সে নিজের ছন্দে ছুটে চলে বিভিন্ন অলি গলি পথে, দ্বিতীয় দিনে কলকাতার রাজপথে পথে ভেঙে পড়ে একটা ফ্লাইওভার। সব ওলট পালট হয়ে যায়। তৃতীয় দিনে সে আবার ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরতে শুরু করে।’


কলকাতার বিভিন্ন ঘটনাকে যেমন তুলে ধরেন পাভেল, তেমনই দর্শকদের উপহার দিয়েছেন 'রসগোল্লা'-র মত ছবিও। এই ছবিটি ছাড়াও আরও দুটি ছবির কাজ রয়েছে পাভেলের হাতে ‘মন খারাপ’ ও ‘ডাক্তার কাকা।’ 


পয়লা বৈশাখে মুক্তি পেতে চলেছে পাভেলের 'কলকাতা চলন্তিকা'। তাঁর কথায়, 'শহরের নামী দুর্গাপুজোর ব্যান হওয়া বা পোস্তা ফ্লাইওভার ভেঙে পড়া, এগুলোর ডকুমেন্টেশন করা আমি মনে করি পরিচালক হিসেবে আমার দায়িত্ব। তবে এগুলো করতে গিয়ে আমার ভূমিকা কিন্তু কোনও তদন্তকারীর নয়। আমি এদের কারণ খুঁজতে  বসিনি। আমাদের দৈনন্দিন জীবনে কীভাবে এগুলো ছাপ রেখে গেছে সেগুলোকেই আমার লেন্সে ধরতে চাই।'