আবু ধাবিঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা বেজে গিয়েছে। বিরাট কোহলির নেতৃত্বে শেষবারের মতো কুড়ির বিশ্বকাপের মঞ্চে খেলতে নামবে ভারতীয় দল। কারণ এই বিশ্বকাপের পরই টি-টোয়েন্টি জাতীয় দলের অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন কোহলি। নেতা হিসেবে তাই এই টুর্নামেন্ট জিততে মরিয়া থাকবেন বিরাট।
বিশ্বকাপের দল ঘোষণায় নিঃসন্দেহে বড় চমক ছিল বেশ কয়েকবছর ধরে সুযোগ পেলেও যুজবেন্দ্র চাহাল বা কুলদীপ যাদব, কেউই সুযোগ পাননি দলে। বদলে রবিচন্দ্রন অশ্বিন, রাহুল চাহার ও রবিচন্দ্রন অশ্বিন দলে জায়গা পেয়েছেন। অশ্বিন প্রায় চারবছর পর সাদা বলের ক্রিকেটে ভারতীয় স্কোয়াডে ডাক পেয়েছেন। এদিকে, ব্যাটে ভরসা জোগানোর সুবাদে সূর্যকুমার যাদব ও ইশান কিশাণ দলে জায়গা পেলেন। শার্দুল ঠাকুর প্রথমে ব্যাক আপ প্লেয়ার হিসেবে থাকলেও আইপিএলে ধারাবাহিক পারফর্ম করে মূল ১৫ সদস্যের স্কোয়াডে ঢুকে পড়েছেন।
এদিকে দল ঘোষণার দিন সবচেয়ে বড় চমক দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানে দলের মেন্টর হিসেবে মহেন্দ্র সিংহ ধোনিকে বেছে নেওয়া হয়েছে। অর্থাৎ, অবসর গ্রহণের পর আবার মেন ইন ব্লু ব্রিগেডের ড্রেসিংরুমে দেখা যাবে ধোনিকে। সদ্য চতুর্থবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে ধোনির সিএসকে। মেন্টর হিসেবে ধোনির অন্তর্ভূক্তি ভারতীয় দলের মনোবল আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। টি ২০ ফরম্যাটে ধোনির অভিজ্ঞতা দলের অত্যন্ত সহায়ত হবে বলে মনে করা হচ্ছে। এমনিতেই কুশলী নেতা হিসেবে পরিচিত ধোনি। খেলোয়াড়দের উজ্জীবিত করতে এবং তাদের সেরাটা বের করে আনতে ধোনি অত্যন্ত সিদ্ধহস্ত। তাঁর প্রখর ক্রিকেট মস্তিষ্ক দলের রণকৌশল তৈরির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
একঝলকে টি-২০ বিশ্বকাপের ভারতীয় দল-
- বিরাট কোহলি (অধিনায়ক)
- রোহিত শর্মা (সহ-অধিনায়ক)
- কেএল রাহুল
- সূর্যকুমার যাদব
- ঋষভ পন্থ (উইকেটকিপার)
- ইশান কিষাণ (উইকেটকিপার)
- হার্দিক পাণ্ড্য
- রবীন্দ্র জাদেজা
- রাহুল চাহার
- রবিচন্দ্রন অশ্বিন
- শার্দুল ঠাকুর
- বরুণ চক্রবর্তী
- জসপ্রীত বুমরা
- ভুবনেশ্বর কুমার
- মহম্মদ শামি
স্ট্যান্ড বাই- শ্রেয়স আইয়ার, অক্ষর পটেল ও দীপক চাহার।