কলকাতা: 'মানুষের ভালোবাসায়' এগিয়ে গেল ছবি মুক্তির দিন! ২৬ অগাস্টের বদলে ২৫ তারিখ মুক্তি পাবে পাভেলের নতুন ছবি 'কলকাতা চলন্তিকা' (Kolkata Chalantika)। তবে এই প্রথম নয়, এর আগেও এভাবেই ছবি মুক্তির দিন এগিয়ে এসেছে। পরিচালক পাভেল বলছেন, 'মানুষের উদ্দিপনা আর ভালোবাসা দেখেই ২৬ নয়, ২৫-এ মুক্তি পাবে 'কলকাতা চলন্তিকা'।
করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে টলিউডে মুক্তি পেয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)-র পরিচালিত ছবি 'অভিযান'। সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)-র জীবনকে তুলে ধরা হয়েছিল রূপোলি পর্দায়। এই ছবি মুক্তির সামান্য কয়েকদিন আগেই একদিন এগিয়ে দেওয়া হয়েছিল ছবি মুক্তির দিন। আর এবার 'কলকাতা চলন্তিকা'। ২৬ অগাস্টের বদলে এই ছবি মুক্তি পাবে ২৫ অগাস্ট।
আরও পড়ুন: Shamita Shetty: বিচ্ছেদের জল্পনায় সিলমোহর! 'আমি আর রাকেশ একসঙ্গে নেই', জানিয়ে দিলেন শমিতা
সালটা ২০১৬। রোজকার ছন্দে ব্যস্ত শহর কলকাতা। হঠাৎ ছন্দপতন। ভেঙে পড়ল নির্মীয়মান পোস্তা উড়ালপুলের একাংশ। চারিদিকে আর্তনাদ, চিৎকার.. সেই দিনের ক্ষত আজও দগদগে শহর কলকাতার বুকে। টিভির পর্দায় যে ভয়াবহ দৃশ্য দেখে চমকে উঠেছিল তিলোত্তমা, ৬ বছর পেরিয়ে কেমন আছে সেই জায়গা, কেমন আছে কলকাতা? এখনও কী সে আগের মতোই 'চলন্তিকা'? এই বিষয়বস্তু নিয়েই তৈরি হয়েছে পাভেলের নতুন ছবি 'কলকাতা চলন্তিকা' (Kolkata Chalantika)।
ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন, ইশা সাহা (Isha Saha), রজতাভ দত্ত (Rajatabha Dutta), সৌরভ দাস (Sourav Das), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya), শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, খরাজ মুখোপাধ্যায়, কিরণ দত্ত ওরফে বং গাই, অনামিকা সাহা। তিন দিনের গল্প উঠে আসবে ছবিতে। বাবা ভূতনাথ এন্টারটেনমেন্টের ছাতার নীচে শতদ্রু চক্রবর্তী প্রযোজিত ‘কলকাতা চলন্তিকা’-র গল্প লিখেছেন পাভেল এবং অধ্যাপক স্বাতী বিশ্বাস।