কলকাতা: একটা সময় তাঁদের দুজনের সম্পর্ক নিয়ে বহু জল্পনা চলত। শাহরুখ খানের (Shahrukh Khan) আইপিএল (IPL) দল কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্রথম অধিনায়ক তিনি। পরে সেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) নেতৃত্ব ছাড়তে হয়। নতুন দলের হয়ে খেলে আইপিএল কেরিয়ার শেষ করেছিলেন সৌরভ। শাহরুখের সঙ্গে তাঁর মতবিরোধ নিয়ে অনেক কানাঘুষোই গেঁথে রয়েছে ভারতীয় ক্রিকেট মহলে।


কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে পুরনো বিতর্কের রেশ রইল না। বরং দরাজ গলায় শাহরুখের প্রশংসা করলেন সৌরভ। বললেন, 'শাহরুখের সঙ্গে এই শহরের সম্পর্ক শুধু সিনেমায় আবদ্ধ নয়। ও কলকাতা নাইট রাইডার্সের মালিক। শুধু সিনেমা নয়, বাংলার খেলাধুলোর সঙ্গেও জড়িয়ে রয়েছে। আগামী ২-৩ মাসে ওর বেশ কয়েকটা ছবি মুক্তি পাবে। আশা করছি সেখানে ফের পুরনো শাহরুখকে দেখা যাবে। আমরা বিশ্বাস করি, আমিও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বিশেষ কিছু মুহূর্ত অপেক্ষা করে রয়েছে পরের কয়েক মাসে।'


কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে তখন চাঁদের হাট। মধ্যমণি, বাংলার জামাই অমিতাভ বচ্চন (Amitabh Bachhan)। বক্তব্য রাখছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।                                                                        


শাহেনশাহকে শুভেচ্ছা জানালেন মহারাজ। অমিতাভের শতায়ু কামনা করলেন জাতীয় ক্রিকেট দলের কিংবদন্তি অধিনায়ক। সৌরভ বললেন, 'অমিতজি ৮০ বছর পূর্ণ করেছেন। গত ৬-৭ মাসে যোগাযোগ হয়নি। এই মঞ্চে দাঁড়িয়ে ওঁকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এমন একটা খেলা খেলেছি, যেখানে সেঞ্চুরিকে খুব গুরুত্ব দেওয়া হয়। আমরা প্রার্থনা করি আপনি শতায়ু হোন। আরও কাজ করুন। সকলের বিনোদন করুন। আমাদের মতো আপনার ভক্ত, শুধু দেশে নয়, গোটা বিশ্বে যাঁরা ছড়িয়ে রয়েছেন, তাঁদের যতদিন পারবেন আনন্দ দিন। সুস্থ থাকুন। নিরাপদ থাকুন। আমাদের কাছে আপনি মহামূল্যবান।'                                                                        


বৃহস্পতিবার সকাল থেকেই সরগরম ছিল কলকাতা বিমানবন্দর। আজ থেকে শুরু হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসব। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে উৎসবের উদ্বোধন হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan),  অমিতাভ বচ্চন (Amitabh Bacchan), রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee), সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংহ (Arijit Singh)।  


আজ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে তারকাদের চাঁদের হাট। এই বছর, ২৮ বছরে পড়ল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শুধু সিনে দুনিয়ার তারকারা নয়, আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশ ভট্ট (Mahesh Bhatt), জয়া বচ্চন (Jaya Bacchan), সৌরভ গঙ্গোপাধ্য়ায় (Sourav Ganguly) সহ একগুচ্ছ তারকা। উদ্বোধনী ছবি হিসাবে হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত 'অভিমান' ছবিটিকে দেখানো হবে।                                                                     


আরও পড়ুন: ফাইনালে মেসির আর্জেন্তিনার মুখোমুখি ফ্রান্স, সতীর্থদের আগাম সতর্কবার্তা দিলেন গ্রিজম্যান