কলকাতা: আগামী ৭ থেকে ১৪ জানুয়ারি আয়োজিত হবে চলচ্চিত্র উৎসব। সম্প্রতিই এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ৩১ জানুয়ারি থেকে শুরু হবে কলকাতা বইমেলা। 


ইকো পার্কে বিজয় সম্মিলনীর সময় উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেখানেই শিল্প সম্মেলন নিয়ে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়। মুখ্যমন্ত্রী নিজেও রাজ্যে শিল্প নিয়ে আসার জন্য চেষ্টা করছেন। পাশাপাশি রাজ্যপালকেও তিনি অনুরোধ করেছেন বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবে রাজ্যপাল সম্মতিও দিয়েছেন বলে সূত্রের খবর। এরইসঙ্গে রাজ্যপালকে বিশ্ববাংলা শিল্প বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী উপস্থিত থাকার আমন্ত্রণও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালও জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গে শিল্পের যথেষ্ট উন্নতির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ উন্নতির পথে এগিয়ে চলেছে। রাজ্যের সার্বিক উন্নয়নে সাহায্যের আশ্বাসও দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এদিন মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেছেন যে, আগামী ৭ থেকে ১৪ জানুয়ারি চলচ্চিত্র উৎসব আয়োজিত হবে এবং আগামী ৩১ জানুয়ারি।


করোনা পরিস্থিতিতে গত দুটো বছর রাজ্যে শিল্প সম্মেলন আয়োজন করা সম্ভব হয়ে ওঠেনি। দুবছর পর ফের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন আয়োজন করতে চলেছে রাজ্য সরকার। রাজ্যে শিল্প কোথায়? বিরোধীদের এমনই প্রশ্নের মুখে বারবার পড়তে হয়েছে রাজ্য সরকারকে। এবার যাতে শিল্পের খরা কাটে, তার উদ্দেশেই ফের শিল্প সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যে বিনিয়োগ টেনে আনাই এই শিল্প সম্মেলনের মূল লক্ষ্য। রাজ্য সরকারের আয়োজিত এই শিল্প সম্মেলনে দেশ, বিদেশের শিল্পপতি এবং শিল্প সংস্থাকে রাজ্যে বিনিয়োগের জন্য আমন্ত্রিত করা হবে অন্যান্যবারের মতোই।


গত কয়েকবছর ধুমধাম করে শিল্প সম্মেলন WB Industry Conference 2021 হওয়ার পর গত দুটো বছর বন্ধ ছিল। এবার ফের শিল্প সম্মেলন করার ঘোষণা করা হল রাজ্য সরকারের (State Government) পক্ষ থেকে। আগামী ২০-২১ এপ্রিল শিল্প সম্মেলনের আয়োজন করতে চলেছে রাজ্য সরকার।