কলকাতা: রাজ্য মন্ত্রিসভায় ( West Bengal Cabinet) বড় রদবদল করা হল। রাজ্যের নতুন পঞ্চায়েত মন্ত্রী (panchayet minister) হচ্ছেন পুলক রায় (Pulak Roy)। রাজ্যের নতুন ক্রেতা সুরক্ষামন্ত্রী হচ্ছেন মানস ভুঁইয়া (Manas Bhunia)। অর্থ দফতরের (Finance Department) প্রতিমন্ত্রী হচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য। জনস্বার্থ কারিগরি দফতরের সঙ্গে বাড়তি দায়িত্ব পুলক রায়ের। জল সম্পদ উন্নয়ন দফতরের সঙ্গে বাড়তি দায়িত্ব মানস ভুঁইয়ার। অর্থ দফতর থাকছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতেই। অর্থ দফতরের হচ্ছেন প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। অর্থ দফতরের উপদেষ্টা হিসেবে থাকবেন অমিত মিত্র (Amit Mitra)। শিল্প বাণিজ্যের সঙ্গে শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব পেলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। 


২ পুরসভার ভোটের আগেই এই মন্ত্রিসভায় এই রদবদল করা হল। সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee)মৃত্যুর পরে পঞ্চায়েত মন্ত্রীর পদটি ফাঁকাই ছিল। সেই জায়গায় নতুন পঞ্চায়েতমন্ত্রী হলেন পুলক রায়। এদিকে, ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পাণ্ডে বেশ কিছু সময় ধরেই অসুস্থ। তাই তাঁর জায়গায় এবার দফতরের দায়িত্ব দেওয়া হল মানস ভুঁইয়াকে। 


আরও পড়ুন, বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নিলেন চার কেন্দ্রে উপনির্বাচনে জয়ী প্রার্থীরা


এদিকে, পুরভোটের দিনক্ষণ নিয়ে রাজ্যের প্রস্তাবে সম্মতি দিল রাজ্য নির্বাচন  কমিশন। আগামী ১৯ ডিসেম্বর কলকাতা-হাওড়ায় পুরভোটে কমিশন সম্মতি দিয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যের প্রস্তাব মতোই ১৯ ডিসেম্বর কলকাতা-হাওড়ায় পুরভোট  আয়োজনের ব্যাপারে সম্মতিপত্র পাঠানো হয়েছে পুর ও নগরোন্নয়ন দফতরে। ১২ নভেম্বর পুরভোট নিয়ে বৈঠকে বসছে রাজ্য নির্বাচন কমিশন। এ ব্যাপারে  কলকাতা ও হাওড়ার নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়েছে কমিশন।


কিন্তু রাজ্যের প্রস্তাবে আগেই আপত্তি জানিয়েছিল বিজেপি। তারা চায়,ডিসেম্বরে নয়, ফেব্রুয়ারিতে গোটা রাজ্যে একসঙ্গে পুরভোট হোক। ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট চায় বিজেপি । এখন কমিশন রাজ্যের প্রস্তাবে কমিশন রাজি হওয়ায় হাইকোর্টে মামলার প্রস্তুতি নিচ্ছে বিজেপি। আইনজীবীদের সঙ্গে আলোচনা করছেন প্রতাপ বন্দ্যোপাধ্যায়।