পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: চিরঘুমের দেশে শঙ্কর চক্রবর্তীর (Shankar Chakraborty) স্ত্রী অভিনেত্রী সোনালি চক্রবর্তী (Sonali Chakraborty) । জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। গত দুই দিন ধরে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার ভোরে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় অভিনেত্রী সোনালি চক্রবর্তী। এই মুহূর্তে প্রয়াত অভিনেত্রীর মরদেহ বাসভবনে নিয়ে আসা হয়েছে।
'ভরা থাক স্মৃতিসুধায়', স্ত্রীর মৃত্যুতে লিখলেন শঙ্কর চক্রবর্তী
এদিন ফেসবুকে স্ত্রীর মৃত্যুর খবর জানিয়ে বর্ষীয়ান অভিনেতা শঙ্কর চক্রবর্তী লেখেন, 'ভরা থাক স্মৃতিসুধায়।' এদিন তার ফেসবুক পোস্টে অসংখ্য গুণমগ্ধ ভক্তরা তার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। প্রসঙ্গত,অভিনয় জীবনের পাশাপাশি শঙ্কর চক্রবর্তীর ব্যাক্তিগত জীবনেও সোনালী চক্রবর্তীর ব্যাপ্তি ছিল অনেকদূর। উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে অভিজয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন সোনালি চক্রবর্তী। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র দাদার কীর্তি, সংসার সংগ্রাম ইত্যাদি। চলচ্চিত্র ছাড়াও জননী, গাঁটছড়া ইত্যাদি জনপ্রিয় টিভি সিরিয়ালে তিনি অভিনয় করেছেন। গাঁটছড়া সিরিয়ালে খড়ি (শোলাঙ্কি রায়)-র জেঠিমার চরিত্রে দেখতে পাওয়া যায় তাঁকে।
আরও পড়ুন, ছটপুজো কেমন চলছে ? লঞ্চ সফরে অর্জুন, ভূতনাথ ঘাটে অগ্নিমিত্রা
দীপাবলিতে প্রদীপ জ্বালিয়ে পরিবারের সঙ্গে সময় কাটান সোনালি চক্রবর্তী
এবারের দীপাবলিতে প্রদীপ জ্বালিয়ে পরিবারের সঙ্গে সময় কাটান সোনালি চক্রবর্তী। কিন্তু তারপরেই তাঁর শরীর খারাপ হতে শুরু করে। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হবে। বহু চেষ্টা করা হলেও তবে শেষ রক্ষা হয়নি। মূলত, অভিনয় জীবনের মাঝে দীর্ঘ দিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। গত দুই দিন ধরে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
ফেসবুকে শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী
সোমবার ভোর চারটে নাগাত দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় অভিনেত্রী সোনালি চক্রবর্তী। এই মুহূর্তে প্রয়াত অভিনেত্রীর মরদেহ বাসভবনে নিয়ে আসা হয়েছে। পরিবার সূত্রে খবর, শেষকৃত্য সম্পন্ন হবে কেওড়াতলা মহাশ্মশানে। সোনালি চক্রবর্তীর প্রয়াণে ইতিমধ্যেই শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তার মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া। ফেসবুকে শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। স্মৃতির পাতায় ফিরেছেন তিনিও।