কলকাতা: রাত পেরোলেই মাত্র ৯৯ টাকায় দেখা যাবে প্রজাপতি থেকে হামি টু (Prajapati to Haami 2) ! এটা কি সত্যি ? আজ্ঞে হ্যাঁ, ষোলোয়ানা সত্যি। কিন্তু কী করে ? ভুট্টাভাজা খেতে খেতে থুড়ি পপকর্ণ খেতেখেতে এমন সুখ সইবে কি ? তাহলে কি হঠাৎ মাল্টিপ্লেক্স কর্তা বা ছবি নির্মাতাদের প্রেম জেগে উঠল দর্শকদের প্রতি ? কী করে হয়, বছর সেরা এই ছবিগুলি মাত্র ৯৯ টাকায় দেখার সুযোগ। আরে বাবা, আম খাও, গাছের খবর জেনে কী কাজ ! তা আবার হয় নাকি, বাঙালি বলে কথা, সব খবর জানা চাই। তাহলে আর কী রাতটুকু শুধু পেরোনোর অপেক্ষা, সিনেমা হলে হুড়িহুড়ি না লেগে যায় আবার ! তবে কারণটা জেনে নেওয়া যাক, আর ধৈয্যে কুলোচ্ছে না ! হাফ ধরছে অলিন্দে নিলয়ে, আসলে আর কিছু নয়, আবার অনেক কিছু। আগামীকাল সিনেমা লার্ভাস ডে ( Cinema Lovers Day 2023 )। আর সেই কারণেই বিশেষদিনে দর্শকের জন্য এতবড় ছাড়।
সিনেমাহলে গিয়ে ঠান্ডাপানীয় আর পপকর্ণের স্বাদ নিতে নিতে ছবি দেখতে কার না ভালো লাগে !
সিনেমাহলে গিয়ে ঠান্ডাপানীয় আর পপকর্ণের স্বাদ নিতে নিতে ছবি দেখতে কার না ভালো লাগে ! তবে পকেটে একটু চাপ পড়ে আর কি। তবুও মন রাখতে তো এটুকু করতেই হয় কারও প্রেমিক, কারওবা প্রেমিকাকে সেরা মুহূর্ত উপহারের জন্য। তার সঙ্গে যাতায়াত ভাড়া তো আছেই। এতকিছু পর গ্লিসারিন ছাড়াই অনেকের সিনেমার চরিত্রের থেকেও বেশি কান্না পায় ! ফারাক এটাই চোখ ভেজে না, পকেট ভেজে, এই আর কি ! তবে সেই সব ভুলে আগামীকাল বিশেষ ছাড় থাকছে সিনেমাপ্রেমীদের জন্য। মাত্র ৯৯ টাকায় শুক্রবার প্রেক্ষাগৃহগুলিতে দেখা যাবে প্রজাপতি থেকে হামি টু। তবে শুধু এই ছবি নয়, হিন্দি ছবি দৃশ্যম ২ থেকে আরও অনেক ছবি। প্রসঙ্গত, এমন বিশেষ মুহূর্ত গত বছরও এসেছিল। ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর জাতীয় সিনেমা দিবসেও এমন বিশেষ অফার মিলেছিল। তবে ফের পিভিআর সিনেমায় ফিরল সেই অফার।
আরও পড়ুন, প্রেম নাকি দেশপ্রেম ? 'মিশন মজনু'-তে রশ্মিকাকে কাছে টেনে নেবেন কি সিদ্ধার্থ ?
রাত পেরোলেই ২০ জানুয়ারি সিনেমা লার্ভাস ডে
প্রসঙ্গত, শহরের প্রেক্ষাগৃহ বিশেষ করে আইনক্সগুলিতে অনেকসময় বেশ চড়া দাম থাকে টিকিটের। যদিও বিলাসিতার কারণেই সেই দাম চড়ে। তবে আগের থেকে বাঙালি আরও সঞ্চয়ী হয়েছে কিনা, তা পলিসি ইন্ড্রাস্টি খবর রাখলেও মাল্টিপ্লেক্স গিয়ে সিনেমা দেখা এখন ফ্যাশন মধ্যপিত্তেরও। গ্যাসের দাম বাড়লে চাপ বাড়লেও প্রেক্ষাগৃহের ঠান্ডাঘরে একনিমেশে সব উধাও হয়। রাত পেরোলেই ২০ জানুয়ারি সিনেমা লার্ভাস ডে। তাই চুটিয়ে সিনেমা দেখার অপেক্ষায় গোটা শহর তথা দেশ।