কলকাতা: 'অতিসঙ্কটজনক ঐন্দ্রিলা', আজই হাসপাতাল সূত্রে খবর এসেছে। অথচ ফ্ল্যাশব্যাকে গেলে বারবার 'লড়াকু' ঐন্দ্রিলার ( Aindrila Sharma )যুদ্ধ জয়ের হাসিই মনে ভাসবে। 'প্রিয় অভিনেত্রী'-র আরোগ্য কামনায় 'প্রার্থনা' করে চলেছে গোটা শহর। গত দুই দিনে ক্রমশ অভিনেত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসকরাও বলেছেন 'ইশ্বরকে ডাকুন'। আর এমনই এক পরিস্থিতিতে ফেসবুক পোস্টে 'ফোনে নয়, মন থেকে  প্রার্থনা' করার অনুরোধ জানালেন ঐন্দ্রিলার প্রাণের মানুষ তথা অভিনেতা বন্ধু সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)।

  


 'মন থেকে  প্রার্থনা' 


গতকাল রাতে বেশ বড় লম্বা পোস্টে অনেক কিছু লিখেছেন সব্যসাচী। ঐন্দ্রিলাকে নিয়ে লিখতে লিখতে তিনি ' প্রার্থনা' প্রসঙ্গে আসেন। প্রসঙ্গত, সম্প্রতি ফেসবুকে প্রার্থনার যৌক্তিকতা প্রশ্ন তুলেছিলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। তিনি লিখেছিলেন, 'অনেককেই দেখি, নানা কারণে ফেসবুকে  প্রার্থনা করেন। কিন্তু যার কাছে  প্রার্থনা করা হয়, তিনি ফেসবুক করেন তো ?' এরপর যদিও নাম না উল্লেখ করেই সব্যসাচী ফেসবুক পোস্টে লিখেছেন, 'ইশ্বর ফেসবুক করেন না আমি জানি। তাই লিখেছিলাম, মন থেকে  প্রার্থনা করুন। 'ফোন' থেকে করুন, লিখিনি।'


চিকিৎসকরাও বলেছেন 'ইশ্বরকে ডাকুন'


তবে ফোনের মাইক্রোওয়েভকেও যে হার মানায় 'মন'। ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করছেন সেলেব থেকে সাধারণ। ফেসবুক পোস্টে তিনি আরও লিখেছেন, 'চিকিৎসাশাস্ত্রে বিজ্ঞানই যে শেষ কথা, আমি সে কথাও জানি। তবে পরপর তিনজন নিউরো সার্জন যদি বলেন, ইশ্বরকে ডাকুন, তাহলে আর না ডেকে উপায় কি ?' তবে 'মিরাক্যাল' ঐন্দ্রিলার ক্ষেত্রে আগেও হয়েছে। তাই বিশ্বাস রেখেছেন সব্যসাচী। সে বিশ্বাস 'ভালোবাসায়।' আর তাঁর ভালোবাসাতেইই আস্থা রেখেছে গোটা শহর।  সেখানেই যবনিকা টানে সব বিতর্ক।


আরও পড়ুন, 'এখনও অতিসঙ্কটজনক ঐন্দ্রিলা', কী বললেন চিকিৎসক ?


হাসপাতাল সূত্রে খবর, গ্লাসগো কোমা স্কেলে ৫-র নিচে মাত্রা। অর্থাৎ অতিসঙ্কটজনক। মস্তিষ্ক সেভাবে কর্মক্ষম নয় এই মুহূর্তে। এদিকে দেখতে দেখেতে প্রায় ২ সপ্তাহ পার। হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। আচমকাই স্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সেই থেকে লড়াই চলছে। পাশে রয়েছেন প্রেমিক ও অভিনেতা সব্যসাচী চৌধুরী। অবশ্যই রয়েছে পরিবার। তবে সশরীরে না থাকতে পারলেও মনে মনে, প্রার্থনার মাধ্যমে গোটা টলিউড, টেলিউড থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই রয়েছেন অভিনেত্রীর সঙ্গে, তাঁর পাশে, তাঁর লড়াইয়ে। কারণ সবাই চায় ফিরে আসুক, তাঁদের 'প্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা।'