নয়া দিল্লি: জঙ্গি এবং সন্ত্রাস দমন নিয়ে এবার কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে পরোক্ষভাবে নিশানা করেন তিনি। মোদি বলেন, সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে রাজনৈতিক, আর্থিক মদত যারা করছে সেই সমস্ত দেশগুলিকে শাস্তি দেওয়ার আহ্বান জানান তিনি।                                                                               


বিদেশী নীতির অংশ হিসেবে সন্ত্রাসবাদকে সমর্থনকারী দেশগুলিকে শাস্তি দেওয়ার কথা বলেছেন। শুক্রবার  নয়াদিল্লিতে ‘নো মানি ফর টেরর’ সম্মেলনের উদ্বোধনী ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর প্রস্তাব, সমস্ত ধরনের জঙ্গি হামলাকে সমানভাবে শেষ করা দরকার। মোদির কথায়, "সন্ত্রাসী সংগঠনগুলো বিভিন্ন উৎসের মাধ্যমে অর্থ পায়। একটি উৎস হল রাষ্ট্রীয় সহায়তা। কিছু দেশ তাদের পররাষ্ট্রনীতির অংশ হিসেবে সন্ত্রাসবাদকে সমর্থন করে। তারা তাদের রাজনৈতিক, আদর্শিক এবং আর্থিক সহায়তা দেয়।"                   


আরও পড়ুন, কলেজে ক্লাস বন্ধ রেখে দুয়ারে সরকার ক্যাম্প, কোন্নগর জুড়ে পড়ল এসএফআই এর পোস্টার


প্রধানমন্ত্রীর প্রস্তাব, “সন্ত্রাসবাদকে সম্পূর্ণ উপড়ে ফেলতে হলে বৃহত্তর ও পদ্ধতিগত পদক্ষেপ নেওয়া জরুরি। আর সে কারণে সব দেশকে নিজেদের জঙ্গিদের সমস্ত রকম যোগাযোগ ব্যবস্থাকে ভেঙে দেওয়ার পাশাপাশি তাদের অর্থের জোগান বন্ধ করতে হবে।” মোদি বলেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বকে একত্রিত হতে হবে। জঙ্গি কার্যকলাপের জেরে কত জীবন হারিয়ে যাচ্ছে। তা এই সমস্ত সন্ত্রাস কার্যকলাপ নির্মূল না হওয়া পর্যন্ত আমরা শান্ত হব না।"                          


পাকিস্তানকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, ভারত বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযানে জোর দিচ্ছে অন্যদিকে অন্যান্য দেশ সন্ত্রাসবাদকে সাহায্য করে। সন্ত্রাসবিরোধী যুদ্ধে ভারতের ভূমিকাও ভাষণে তুলে ধরেন মোদি।                                                    


অন্যদিকে, এই সম্মেলনে ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, সন্ত্রাসবাদকে কোনও ধর্ম, জাতীয়তা বা গোষ্ঠীর সঙ্গে যুক্ত করা উচিত নয়। তাঁরা অত্যাধুনিক অস্ত্র, তথ্য প্রযুক্তি এবং সাইবার অস্ত্র ব্যবহার করে এই কাজ করে চলেছে। ডিনামাইট থেকে মেটাভার্স, যেভাবে তাঁরা কাজ করে চলেছে তা উদ্বেগের।"