কলকাতা: অস্কারের (Oscar 2022) মঞ্চে উইল স্মিথ (Will Smith) কষিয়ে চড় মেরেছেন সঞ্চালক ক্রিস রককে (Chris Rock)। তাঁর স্ত্রীকে নিয়ে রসিকতা করার পরই সঞ্চালকের গালে থাপ্পড় কষিয়ে দেন অভিনেতা। ইতিমধ্যেই এই কাণ্ডকে কেন্দ্র করে নানা আলোচনা, সমালোচনা হয়ে চলেছে। নেট মাধ্যমে রীতিমতো মিম তৈরি শুরু হয়ে গিয়েছে। এবার উইল স্মিথের চড় কাণ্ডকে হাতিয়ার করে সাধারণ মানুষের উদ্দেশে বিশেষ বার্তা দিল কলকাতা পুলিশ।


এদিন কলকাতা পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করা হয়েছে। যেখানে উইল স্মিথ চড় মারছেন ক্রিস রককে, সেই দৃশ্যের ছবি দিয়ে নাগরিকদের সচেতনতার উদ্দেশে বার্তা দিল কলকাতা পুলিশ। তাদের বার্তা, বহু ক্ষেত্রেই অনলাইনে সহজে ঋণ পাওয়ার লোভ দেখানো হয় সাধারণ মানুষকে। আর বহু মানুষ সেই ফাঁদে পা দিয়ে সর্বস্ব খোয়ান। আর কলকাতা পুলিশের পক্ষ থেকে যে মিম পোস্ট করে বার্তা দেওয়া হয়েছে, সেখানে ক্রিস রককে অনলাইনে ঋণ দেওয়ার অ্যাপ হিসেবে দেখানো হয়েছে। আর উইল স্মিথকে দেখানো হয়েছে সাধারণ নাগরিক হিসেবে। লোভনীয় অনলাইন ঋণের প্রস্তাবের ফাঁদে পা না দেওয়ার জন্য এভাবেই ওই অনলাইন অ্যাপকে থাপ্পড় মারার বার্তা দিয়েছে কলকাতা পুলিশ। অর্থাত, এই ফাঁদে পা না দেওয়ার সচেতনতা দেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে।



প্রসঙ্গত, এদিন অস্কারের মঞ্চে স্ত্রী জাডাকে নিয়ে চটুল রসিকতা করেন সঞ্চালক ক্রিস রক। আর স্ত্রীকে নিয়ে রসিকতা মানতে না পেরে সঞ্চালককে কষিয়ে থাপ্পড় মেরেছেন অভিনেতা। এর পিছনে আরও কারণ হিসেবে জানা গিয়েছে, উইল স্মিথের স্ত্রী অ্যালোপেসিয়া রোগে আক্রান্ত। যে রোগে মাথার চুল পড়ে যায়। আর স্ত্রীর অসুস্থতা নিয়ে রসিকতা সহ্য করতে পারেননি অভিনেতা।


আরও পড়ুন - Aryan Khan Case: আরিয়ান খান মাদক কাণ্ডে চার্জশিট পেশ করতে অতিরিক্ত সময় চাইল এনসিবি


লস অ্যাঞ্জেলস পুলিশ ডিপার্টমেন্টের তরফে একটি পূর্ণ বিবৃতিতে বলা হয়েছে, 'এলএপিডি তদন্তকারী সংস্থাগুলি 'অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস' অনুষ্ঠান চলাকালীন দুই ব্যক্তির মধ্যে একটি ঘটনার বিষয়ে সচেতন। এই ঘটনায় একজন ব্যক্তি আরেকজনকে চড় মারার সঙ্গে জড়িত।'