নয়া দিল্লি: ফ্যাশন মানেই কেবল নানারঙের জামাকাপড়, ট্রেন্ডস কিংবা ক্যাটওয়াক নয়, অভিনব ভাবনাও। অনেক জামা আছে যা আধুনিক ও অভিনব ভাবনার জেরে নিজেরাই একটি স্টেটমেন্ট হিসেবে থেকে যায়। তেমনই একটি ঘটনা ঘটল।
একেবারেই অভূতপূর্ব ঘটনা। গোঁফ দিয়ে তৈরি গোটা স্যুট। বিশ্বে এই প্রথম। যেটির নাম- Mo-Hair। এটি তৈরি করেছে POLITIX। এই সংস্থাটি নিজেও এই প্রথম এই ধরনের কাজ করল। এই টু-পিস স্যুট একেবারেই বিরল একটি জামা। তবে গোঁফ দিয়ে তৈরি বলে মোটেও নাক সিঁটকোবেন না। রীতিমতো কন্ট্রাস্ট করে নানা রঙের গোঁফ দিয়ে এই জামা তৈরি। যা দেখেও তাজ্জব লেগে যাবে।
এই জামাটি তৈরি হয়েছে অস্ট্রেলিয়ায়। এটি তৈরি করেছে ভিজ্যুয়াল আর্টিস্ট এবং ফটোগ্রাফার পামেলা ক্লিম্যান-পাসসি। যিনি বুলফ্রগ ক্রিয়েটিভ এজেন্সি এবং পুরুষদের প্রখ্যাত পোশাক প্রস্তুতকারী সংস্থা। এটি আজই অস্ট্রেলিয়ার একটি শো-তে প্রকাশ করা হয়। Movember 2021-কে উদযাপন করতেই এই ভাবনা।
POLITIX সংস্থার ইভেন্ট ম্যানেজার অ্যান্ড্রু ভান্স বলেন যে, ইতিমধ্যেই এই স্যুটটি Spikes Asia award for Health এ সোয়া জিতেছে। মেলবোর্ন ফ্যাশন ফেস্টিভ্যালেও আসছে এই পোশাক। POLITIX x Movember প্রচারাভিযান "Worn to be Heard" পুরুষদের প্রোস্টেট ক্যান্সার এবং আত্মহত্যায় মৃত্যু নিয়ে সোচ্চার হয়েছে। তাঁদেরকে উৎসর্গ করেই এই ভাবনা এমনটাই জানান হয়েছে।