কলকাতা: সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীকে (Iman Chakraborty) কটূক্তির অভিযোগ। গতকাল রিজেন্ট পার্ক এলাকায় এক ব্যক্তি তাঁর উদ্দেশে কটূক্তি করেন বলে অভিযোগ। ঘটনাস্থল থেকেই পুলিশকে (Police) ফোন করেন ইমন। ঘটনাস্থলে আসে রিজেন্ট পার্ক থানার পুলিশ। ইমন চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে রজত মজুমদার নামে ওই ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করে পুলিশ। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান ইমন।


ইমনকে 'কটূক্তি' 


 ফেসবুকে ইমন জানিয়েছেন , তিনি প্রায় প্রতিদিনই বাড়ির পাশের খেলার মাঠে ব্যাডমিন্টন খেলেন এবং খেলার শেষে চা খেতে যান পাড়ার দোকানে। প্রায় সময়ের মত গতকাল রাত তিনি সেখানেরই একটি ফলের দোকান ফল কিনতে যান। তিনি বলেন, সেই সময় তার সঙ্গে পোখরাজ ও তার বোন সঙ্গে ছিল। সেই সময় ওই স্থানে একটি অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে তিনি দেখেন।


ঠিক কি হয়েছিল ?


ইমনের কথায়, ওই ব্যক্তি ডিমের খোলা জ্বালিয়ে মশা তাড়ানোর জন্য, ধুনো দেওয়ার স্টাইলে নিজের চারিপাশে ঘোরাতে থাকেন। ফেসবুক লাইভে এরমাঝে ইমনের পাশে উপস্থিত হয়ে পোখরাজ বলেন, ওই ব্যক্তির জানারও কথা নয়, যে তাঁরা কী ফল কিনছিলেন ওই মুহূর্তে। অথচ এমনই এক সময় ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিই আচমকা 'কটূক্তি' করে বসেন। এরপরেই ইমন বলেন, ওর কথা শুনে মনে হয়েছে, এই কথা যেন শুধু আমাকেই বলেনি, এই অ্যাবিউসিভ কথা প্রত্যেকটা মেয়েকেই বলেছে।'


'চোখ দিয়েই অ্য়াবিউস'


এই ঘটনা প্রসঙ্গ টেনে ইমন এই ফেসবুক লাইভে আরও একটি কথাও বলেন। নিত্যদিন ট্রেনে বাসে সফর করতে গিয়ে, বিশেষকরে মেয়েদেরই কীভাবে অ্যাবিউস হতে হয়। একনাগাড়ে চোখ দিয়ে বাজে ভাবে দেখা যেন 'চোখ দিয়েই অ্য়াবিউস' বলে সংযোজন ইমনের। এরপরেই ইমন অভিযোগ করে বলেন, 'ওই ব্যক্তিও মূলত চোখ দিয়ে অ্যাবিউস করছিল।' 


 



কটূক্তি এর আগেও বহুবার টলি-বলিতে


প্রসঙ্গত, টলিউড, বলিউড সহ সারা দেশেই একাধিকবার কটূক্তি, নিগ্রহের শিকার হওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হওয়ার ঘটনাও ভুরিভুরি। একুশ সালে এহেন কটুক্তির শিকার সোশ্যালমিডিয়া হতে হয়েছিল টলি অভিনেত্রী দর্শনা বণিককে। পাশাপাশি অভিনেত্রী প্রত্য়ুষা পালকে ধর্ষণের হুমকির অভিযোগও উঠেছিল। যা নিয়ে তদন্তে নেমেছিল পুলিশ। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে যে অ্যাকাউন্ট থেকে বারবার হুমকি দেওয়া হচ্ছিল সেই অ্যাকাউন্ট ও মেসেজগুলির স্ক্রিনশটও পেশ করা হয় পুলিশ আধিকারিকদের কাছে।