মুম্বই: সব গুজবে ইতি টেনে ইরফান খান জানিয়ে দিয়েছেন, বিরল নিউরো এনডোক্রাইন টিউমার হয়েছে তাঁর। সাধারণ অনুগামী থেকে বলিউডের সহ শিল্পীরা- সকলে এই বিপদের দিনে তাঁর পাশে দাঁড়িয়েছেন, জানিয়েছেন শুভ কামনা।
কঙ্কণা সেন শর্মা যেমন। ইরফানের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন তিনি, তা সে লাইফ ইন আ মেট্রো হোক বা দিল কাবাড্ডি বা তলভার। তাঁদের অসাধারণ রসায়ন মনও কেড়েছে দর্শকদের। শুক্রবার ইরফান তাঁর রোগের ব্যাপারে টুইটারে জানানোর পর কঙ্কণা টুইট করে তাঁর দ্রুত রোগমুক্তি কামনা করেছেন।
[embed]https://twitter.com/konkonas/status/974950430320091136?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fwww.republicworld.com%2Fentertainment-news%2Fbollywood-news%2Fkonkona-sen-sharmas-message-to-irrfan-khan&tfw_creator=republic&tfw_site=republic[/embed]
গতকাল ইরফানের অনুগামীরা তাঁর আরোগ্য চেয়ে কানপুরে যাগযজ্ঞও করেছেন।
তোমাকে ভালবাসি, দ্রুত সেরে ওঠো, কঙ্কণা সেনশর্মার বার্তা ইরফান খানকে
ABP Ananda, Web Desk
Updated at:
18 Mar 2018 03:54 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -