আড়াই বছরের শিশুকে ‘যৌন নির্যাতন’ অভিযুক্ত ১৭ বছরের নাবালক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Mar 2018 01:27 PM (IST)
ক্যানিং: দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে আড়াই বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ ১৭ বছরের কিশোরের বিরুদ্ধে। শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই নাবালককে আটক করেছে পুলিশ। পকসো আইনে মামলা রুজু হয়েছে। এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার কাঠপোল এলাকায়। নির্যাতিতা শিশুর পরিবারের দাবি, শনিবার প্রতিবেশী ওই কিশোর খেলার নাম করে শিশুটিকে বাড়িতে নিয়ে যায়। সেখানেই সে শিশুটির ওপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। বাড়ি ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। শিশুটির মা নাবালকের সঙ্গে কথা বলতে গেলে, সে তাঁকে মারধর করে পালায় বলে অভিযোগ। এরপরই ক্যানিং থানায় অভিযোগ দায়ের করে শিশুটির পরিবার। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কিশোরকে আটক করেছে পুলিশ। পকসো আইনে মামলা রুজু হয়েছে।