নয়াদিল্লি: অবশেষে বহু প্রতীক্ষার পর প্রকাশ্যে এল 'কোটা ফ্যাক্টরি সিজন ৩'-এর ট্রেলার ('Kota Fctory Season 3' Trailer Out)। 'পঞ্চায়েত' সিরিজের তৃতীয় সিজন মুক্তির পর এবার জিতু ভাইয়া ফিরছেন পর্দায়। মঙ্গলবার ওটিটি জায়ান্ট নেটফ্লিক্স (Netflix) প্রকাশ্যে আনল সিরিজের ট্রেলার। সকলের প্রিয় জিতেন্দ্র কুমার (Jitendra Kumar) আবারও কাড়লেন নজর। এবারের সিজনে দেখতে পাওয়া যাবে অভিনেত্রী তিলোত্তমা সোমকেও (Tillotama Shome)। 


মুক্তি পেল বহু প্রতীক্ষিত 'কোটা ফ্যাক্টরি সিজন ৩' ট্রেলার


লক্ষ্য আইআইটি। তার প্রবেশিকা পরীক্ষায় বসতে, উত্তীর্ণ হতে আবারও একমাত্র ভরসা হয়ে উঠবে জিতু ভাইয়া? তার মুখ চেয়েই বসে পড়ুয়ারা? তবে এবার অপর এক শিক্ষিকার চরিত্রে দেখা মিলবে তিলোত্তমা সোমের। 


ট্রেলারের শুরুতেই দেখা যাচ্ছে জিতেন্দ্র কুমার অভিনীত চরিত্র জিতু ভাইয়া বক্তব্য রাখছেন এক পডকাস্ট শোয়ে। সেখানে তাঁকে বলতে শোনা যায় যে আসন পাওয়ার থেকেও বেশি জরুরি তার জন্য উপযুক্ত প্রস্তুতি নেওয়া। তাঁর সংলাপ, 'জিত কি তৈয়ারি নেহি, তৈয়ারি হি জিত হ্যায় ভাই' অর্থাৎ, 'জয়ের প্রস্তুতি নয়, প্রস্তুতিই আসল জয়।' কিন্তু ক্লাসরুমের অন্দরে পরিস্থিতি গম্ভীর হতে শুরু করে যখন প্রবেশিকা পরীক্ষা এগিয়ে আসে আর বৈভব ও তার বন্ধুবান্ধব নিজেদের প্রস্তুতিতে সন্দেহ প্রকাশ করতে থাকে। 


সিরিজে অত্যন্ত নরম মনের ধৈর্য্যশীল শিক্ষিকার চরিত্রে দেখা যাবে তিলোত্তমা সোমকে। তাঁর মতে এই সমস্ত ইনস্টিটিউট আর ছাত্রছাত্রীদের ক্ষমতাকে ধারালো করে না, বরং 'মাস প্রোডাকশন'-এর কারখানা হিসেবে কাজ করে। জিতু ভাইয়াকেও rank ও প্রাপ্ত নম্বর নিয়ে কথা শুনতে হয় কর্তৃপক্ষের তরফে। 


 






আরও পড়ুন: 'Constable Manju': কাছে এসেও ফের দূরত্ব বাড়বে অর্জুন ও মঞ্জুর? কোন নতুন মোড় ধারাবাহিকের গল্পে?


কবে কোথায় দেখা যাবে 'কোটা ফ্যাক্টরি সিজন ৩'?


'কোটা ফ্যাক্টরি'র প্রথম সিজন মুক্তি পেয়েছিল ২০১৯ সালে 'টিভিএফ প্লে' ও ইউটিউবে। মুক্তির পরই এই শো চূড়ান্ত জনপ্রিয়তা লাভ করে। এরপরে এই শোয়ের স্বত্ব নেয় নেটফ্লিক্স ইন্ডিয়া। এরপর নেটফ্লিক্সেই ২০২১ সালে মুক্তি পায় দ্বিতীয় সিজন। বহু প্রতীক্ষার পর এবার সিজন ৩ আসছে নেটফ্লিক্সেই, আগামী ২০ জুন। সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন এহসাস চন্নাও। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।