কলকাতা: সান বাংলার (Sun Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'কনস্টেবল মঞ্জু'-এ (Constable Manju) এবার নতুন মোড়। নয়া রূপে দেখা মিলবে মঞ্জুর? কোন ছদ্মবেশ নেবে সে? কেনই বা এমন বেশ বদল? (Daily Serial Update) 


'কনস্টেবল মঞ্জু' ধারাবাহিকে নয়া মোড়


মঞ্জু ছদ্মবেশ ধারণ করে উপস্থিত হয় মাধবের সামনে। তার একমাত্র উদ্দেশ্য মাধবের থেকে সত্যি কথা আদায় করা ও প্রমাণ জোগাড় করা। সত্যি প্রকাশ্যে এনে অর্জুনকে জেল থেকে মুক্তি দেয়। এরপরেই মঞ্জুর কাছে নিজের ভালবাসার কথা ব্যক্ত করে অর্জুন। অর্জুন ও মঞ্জু পরিকল্পনা করে অদিতি ও মিঠুনের আবার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু বিয়ের সময়ে ফের বিপত্তি। ঠিক যখন মিঠুন অদিতিকে বিয়ে করতে যাচ্ছে সেই সময়েই ফিরে আসে অভিষেক, অদিতির প্রাক্তন স্বামী। বিয়ে থামিয়ে দেয় মঞ্জুই। অর্জুন তৎক্ষণাৎ মঞ্জুকে বলে যে মিঠুনকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে। কারণ সে বড় দাদা অভিষেকের উপস্থিতিতে সে তার বৌদি অদিতির বিয়ে দিতে চায় না। কিন্তু এবার কী হবে? এর প্রভাব কি এবার পড়বে অর্জুন ও মঞ্জুর সম্পর্কে? ফের তাদের দূরত্ব তৈরি হবে?


আরও পড়ুন: Phalguni Chatterjee: সৃজিতের ছবির প্রথম দিনের শ্যুটিংয়েই বিপত্তি, আহত অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায়, কেমন আছেন এখন?


'কনস্টেবল মঞ্জু' ধারাবাহিকের গল্প 


গ্রামের মেয়ে মঞ্জু। নিজের মধ্যে আত্মবিশ্বাসের অভাব চূড়ান্ত তার, এবং প্রায়ই সকলের হাসির পাত্রী হয়ে ওঠে সে। মঞ্জু এমনিতে খুবই জ্ঞানী, অর্থাৎ একেবারে বোকা নয়। কিন্তু যখনই কোনও কাজ উদ্ধারের প্রসঙ্গ আসে তখন কোনও না কোনওভাবে বিপদ তৈরি করে ফেলে। সে থাকে তার কাকিমা, তুতো বোন এবং নিজের ভাইয়ের সঙ্গে। তার বাবা ছিলেন পেশায় কনস্টেবল এবং ডিউটি করতে গিয়ে মৃত্যু হয় তাঁর। বাবা মারা যেতে সেই চাকরি পায় মেয়ে মঞ্জু। রসুলপুর পুলিশ স্টেশনের কনস্টেবল সে। কিন্তু কাজের ক্ষেত্রেও তার সঙ্গে খুব খারাপ আচরণ করা হয়। অথচ এরকম একাধিকবার হয়েছে যে রসুলপুর পুলিশ স্টেশন মঞ্জুর বুদ্ধি ও পরিকল্পনার ওপর নির্ভর করে একাধিক কেসের সমাধান করেছে। বারবার মঞ্জুর বাহাদুরি ও সাহসিকতা, উপস্থিত বুদ্ধির প্রমাণ পায় সকলে। কিন্তু নিজের প্রেম জীবনে কি উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে পারবে মঞ্জু?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।