কলকাতা: মুক্তি পেল অপরাজিতা আঢ্য (Aparajita adhya) এবং কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kousik Ganguly) বহু প্রতীক্ষিত ছবি 'কথামৃত'র (Kothamrito) প্রথম গান 'থেকেছি ভাবে আড়িতে' (Thekechi Bhabe Arite)। সম্পূর্ণ প্রেমের গান এটি। 'থেকেছি ভাবে আড়িতে' গানটি গেয়েছেন শিল্পী রুপঙ্কর বাগচি ও অন্বেষা দত্তগুপ্ত। গানটির সুর দিয়েছেন প্রসেন। জানা গিয়েছে, আগামী ১৮ই নভেম্বর বড় পর্দায় মুক্তি পাবে "কথামৃত"। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক জিত চক্রবর্তী।


এক অসম্পূর্ণ দাম্পত্যের সম্পূর্ণ গল্প বলবে "কথামৃত"। ছবির মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে। ইতিমধ্যেই ছবির অফিশিয়াল ট্রেলার মুক্তি পেয়েছে নেট দুনিয়ায়। একজন নির্বাক মানুষের চরিত্রে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়কে। যিনি একটা ছোট্টো লাল ডায়রিতে লিখে রাখেন নিজের মনের সমস্ত কথাগুলো। সেই ডায়রির নামই "কথামৃত" রেখেছেন অপরাজিতা। ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায়ের স্ত্রীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে। 



'কথামৃত' ছবির গল্প-


গল্পের প্রেক্ষাপট কিছুটা এমন, নিজেদের পাড়ার আদর্শ স্বামী - স্ত্রী সনাতন (কৌশিক গঙ্গোপাধ্যায়) ও সুলেখা (অপরাজিতা আঢ্য)। ছেলে ঋককে নিয়ে তাঁদের সুখের সংসার। তাঁদের এই ভালোবাসায় ভরা পরিবারকে পছন্দ করে এলাকার সমস্ত মানুষ। সনাতন কথা বলতে পারেন না। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁর পরিচিত ব্যক্তিরা তাঁর মনের ভাব বুঝতে পারেন। তবে, মনের কথা বলার জন্য তিনি একটি পকেট ডায়রি সবসময় সঙ্গে রাখেন। সেই ডায়রিটির নামই 'কথামৃত' দিয়েছেন। ছবিতে আরো দুটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন বিশ্বনাথ বসু ও অদিতি চট্টোপাধ্যায়। ছবির পরিচালক জিত চক্রবর্তী বলেন, "এটি কৌশিক গঙ্গোপাধ্যায় ও অপরাজিতা আঢ্যর এক অনন্য জীবনের গল্প। মানুষের জীবনে কথা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে এই ছবি। প্রতিটি সম্পর্কের বুননে কথার গুরুত্ব এই "কথামৃত"। ছবিটি মুক্তি পাবে "জালান প্রোডাকশন" এর ব্যানারে প্রযোজক প্রীতম জালান এর প্রযোজনাতে।


আরও পড়ুন - Ananya Panday Birthday: প্রেম থেকে পছন্দ, একঝলকে অনন্যা পাণ্ডের সম্পর্কে অজানা তথ্য


ছবির প্রথম গান প্রকাশ্যে আসতেই তা মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের। কথা বলতে না পারা মানুষদের মনের ভাব প্রকাশ, ভালোবাসা প্রকাশ দেখে চোখে জলও এসে যাবে বহু মানুষের। তেমনটাই কমেন্টে জানিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন মন ভরে গেল। কেউ আবার গানের লাইনই লিখে অনুভূতি প্রকাশ করেছেন। চরিত্রগুলিতে যে কৌশিক এবং অপরাজিতা বেশ মানাসই হয়েছেন, সে কথাও বলেছেন তাঁরা।