কলকাতা: সদ্য জন্মদিন গিয়েছে তাঁর। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বন্ধু, আত্মীয়রা, প্রেমিক, শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। হাজির হয়েছে একাধিক কেক, উপহার। নায়িকাকে শুভেচ্ছাবার্তা জানিয়েছে টলিপাড়ার প্রায় সমস্ত অভিনেতা অভিনেত্রী। আর তিনি? বছরের বিশেষ দিনটা তিনি শুরু করলেন সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে। বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে ২০০০ মানুষকে ভোগ খাওয়ানোর দায়িত্ব নিয়েছিলেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় (Koushani Mukherjee)


আজ সোশ্যাল মিডিয়ায় একটি মন্দির থেকে দুটি ছবি শেয়ার করে নিয়েছেন কৌশানি। হালকা রঙের সাবেকি পোশাকে সেজেছেন কৌশানি। একটি ছবিতে তিনি হাসছেন, অন্য ছবিতে প্রণাম করছেন ভগবানের উদ্দেশে। কৌশানি লিখছেন, 'বুদ্ধপূর্ণিমার শুভদিনে মানুষের পাশে দাঁড়িয়ে আমি আমার জন্মদিন উদযাপন শুরু করেছিলাম। ২০০০ মানুষকে ভোগ খাওয়ানো আর তাঁদের আশীর্বাদ নেওয়ার মধ্যে দিয়েই আমার জন্মদিন শুরু হল। আশা করি আমার মায়ের আমায় নিয়ে গর্ব অনুভব হবে।'


আরও পড়ুন: Riddhi Sen Birthday: 'প্রিয় মানুষের জন্মদিন', সোশ্যাল মিডিয়ায় ঋদ্ধিকে খোলা চিঠি সুরঙ্গনার


প্রসঙ্গত, সদ্য মাকে হারিয়েছেন কৌশানি। মাকে ছাড়া এই প্রথম জন্মদিন কাটাচ্ছেন নায়িকা। তাই অন্যরকম জন্মদিন উদযাপন, হাসি মুখ, রাতের পার্টি, সবকিছুর মধ্যেও যেন মিশে থাকল মনখারাপ। 


সদ্য গুঞ্জন শোনা গিয়েছিল, সম্পর্কে টানাপোড়েন চলছে কৌশানী ও বনির। এমনকি 'কিশমিশ'-এর প্রিমিয়ারে একাই হাজির হয়েছিলেন কৌশানি। তার পাশে দেখা যায়নি বনিকে। বনিকে নিয়ে প্রশ্ন করা হলেও এড়িয়ে যান তিনি। তবে ভাঙনের কথা অস্বীকার করেন দুজনেই। এরপরেই কৌশানির জন্মদিনের তারকাখচিত পার্টিতে জমজমাট বনি কৌশানির রসায়ন।


কৌশানির জন্মদিনের দিন গোলাপি পোশাকে কৌশানির সঙ্গে আদুরে রিল (reel) শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন বনি। সেখানে কোথাও কেক, কোথাও চকোলেট, কৌশানি-বনির ভিডিও জুড়ে ছড়িয়ে আছে জন্মদিনের উপহারেরা। কৌশানির জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন নুসরত জাহান (Nusrat Jahan), যশ দাশগুপ্ত (Yash Dashgupta), প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও সঙ্গে ছেলে তৃষাণজিৎ (Trishanjeet), শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Shrabanti Chatterjee) ও অন্যান্য তারকারাও।



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">