নয়াদিল্লি: আজ জন্মাষ্টমী (Janmashtami)। গোটা দেশে প্রত্যেক বছর ধুমধাম করে পালিত হয় এই দিনটি। পুরাণ অনুযায়ী, এই দিনে দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্যই ভগবান শ্রী বিষ্ণুর মানুষরূপে মর্ত্যলোকে আবির্ভাব হয়।
এই বিশেষ দিনে অনুরাগীদের শুভেচ্ছাবার্তা জানালেন একাধিক বলি তারকা। প্রত্যেকেই নিজের নিজের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা জানিয়ে পোস্ট করলেন ছবি।
নিজের ট্যুইটার হ্যান্ডলে ভগবান শ্রীকৃষ্ণের ছবি শেয়ার করে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) লেখেন, 'জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা'।
অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty) ভগবদ গীতার একটি অংশ ট্যুইট করে লিখেছেন, 'ঈশ্বরের শান্তি তাঁদের সঙ্গে আছে যাঁদের মন এবং আত্মা সামঞ্জস্যপূর্ণ, যাঁরা আকাঙ্ক্ষা এবং ক্রোধ থেকে মুক্ত, যাঁরা তাদের নিজের আত্মাকে জানে।'
অভিষেক বচ্চনও (Abhishek Bachchan) ট্যুইটে শুভেচ্ছাবার্তা জানিয়ে লিখেছেন, 'এই জন্মাষ্টমী আপনাদের সকলের জীবনে আনন্দ, শান্তি, মজা নিয়ে আসুক।'
কঙ্গনা রানাউত (Kangana Ranaut) তাঁর একটি পুরনো ছবি পোস্ট করেছেন। যেখানে রাজস্থানে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীনাথজী মন্দিরে ছিলেন তিনি।
আরও পড়ুন: Janmashtami 2021: “ঠাকুর জনম নিলা ভাদরে’’- গানে গানে অন্য স্বাদের জন্মাষ্টমী
অনুরাগীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী রবিনা টন্ডন (Raveena Tandon)।
নিজের 'থ্র্রোব্যক' ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)।
শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা আর মাধবন (R Madhavan), রকুলপ্রীত সিংহ (Rakul Preet Singh), নুসরত ভারুচা (Nushrat Bharucha), অর্জুন কপূর (Arjun Kapoor) সহ আরও অনেকেই।