দেখুন: রাজ কপূর থেকে রণবীর, তৈমুর-পরিবারের সদস্যদের সঙ্গে কৃষ্ণা রাজ কপূরের ছবি
(Photo: Instagarm)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App(Photo: Instagarm)
(Photo: Instagarm)
(Photo: Instagarm)
(Photo: Instagarm)
(Photo: Instagarm)
(Photo: Instagarm)
(Photo: Instagarm)
দেখুন রাজ কূপরের সঙ্গে কৃষ্ণা রাজ কপূরের কিছু ছবি। (Photo: Instagarm)
পরিবারের বড় থেকে ছোট-সবারই অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি। (Photo: Instagarm)
কপূর পরিবারের সবচেয়ে প্রবীণ সদস্য ছিলেন কৃষ্ণা রাজ কপূর। (Photo: Instagarm)
তাঁর প্রয়াণে সিনেমা জগতের বিশিষ্টরা অন্তিম শ্রদ্ধা নিবেদন করেছেন। (Photo: therealarmaanjain)
১৯৪৬-এ রাজ কপূরের সঙ্গে বিয়ে হয়েছিল কৃষ্ণা মালহোত্রর। তাঁদের পাঁচ সন্তান-রণধীর, ঋষি ও রাজীব এবং রিতু ও সীমা। (Photo: neetu54)
কৃষ্ণা রাজ কপূরের প্রয়াণে পুরো কপূর পরিবার ও সেই সঙ্গে বলিউডও শোকাহত।(Photo: neetu54)
বয়সজনিত রোগে ভুগছিলেন কৃষ্ণা রাজ কপূর। রণধীর জানিয়েছে, মায়ের মৃত্যুতে তাঁরা গভীর শোকাহত। (Photo: neetu54)
কৃষ্ণা রাজ কপূরের ছেলে রণধীর কপূর তাঁর মায়ের মৃত্যুর খবর জানিয়েছেন। তিনি বলেছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে আজ ভোর পাঁচটায় কৃষ্ণা রাজ কপূরের মৃত্যু হয়েছে। (Photo: neetu54)
বলিউডের শো ম্যান, কিংবদন্তী অভিনেতা তথা পরিচালক রাজ কপূরের স্ত্রী কৃষ্ণা রাজ কপূর ৮৭ বছর বয়সে প্রয়াত হয়েছেন। ফিল্ম ইন্ডাস্ট্রি তথা পুরো দেশ তাঁকে অন্তিম শ্রদ্ধা জানিয়েছে। এই ফটো গ্যালারিতে কৃষ্ণা রাজ কপূরের বেশ কিছু ছবি দেওয়া হল। (Photo: riddhimakapoorsahniofficial)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -