কলকাতা: ১২০২ এপিসোড পেরিয়ে শেষের মুখে শ্যামা নিখিলের গল্প। আজ ধারাবাহিক 'কৃষ্ণকলি'-র (Krishnakali) শেষ পর্ব সম্প্রচারিত হবে। চার বছরে দর্শকদের মন জয় করেছিল কীর্তন ও গানের সুরে বাঁধা এই ধারাবাহিক। সোশ্যাল মিডিয়ায় শেষের ছবি শেয়ার করে আবেগে ভাসলেন সমস্ত কলাকুশলীরা। 


২০১৮ সালের ১৮ জুন শুরু হয়েছিল এই ধারাবাহিক। গল্পের প্রধান বিষয়বস্তু ছিল গ্রামের কালো মেয়ে শ্যামার (Shyama) সঙ্গে শহুরে ছেলে নিখিলের (Nikhil) সম্পর্কের গল্প। শুধু তাই নয়, কৃষ্ণভক্ত শ্যামা ভালোবাসত গান গাইতে। শ্যামার গানের পথে বাধা এসেছে অনেক। তবে সমস্ত খারাপ সময়ে শ্য়ামার পাশে থেকেছে নিখিল। শ্যামার চরিত্রে দর্শকদের মন জয় করেছিল তিয়াসা। অন্যদিকে নিখিলের চরিত্রে ছিলেন নীল ভট্টাচার্য্য। এই ধারাবাহিকে অভিনয় করতে করতেই নতুন ধারাবাহিক 'ঊমা'-র (Uma) মুখ্য চরিত্রে সুযোগ পান নীল। এতদুই দুই ধারাবাহিকের কাজই একসঙ্গে করছিলেন নীল। 


এই বলিউড পরিচালকের কাছে কাজ চাইলেন ভিকি কৌশল


শেষদিনের শ্যুটিং করতে গিয়ে আবেগপ্রবণ হলেন শ্যামা-নিখিল। ক্যামেরার সামনে নীল বললেন, 'কৃষ্ণকলি করতে করতে আমরা বড় হয়ে গেলাম। আমাদের জীবন, চরিত্র সবই বদলে গিয়েছে।' শ্যামা ওরফে তিয়াসা যোগ করলেন, 'আমরা আজ পুরনো সব ছবি বের করছিলাম। এই ধারাবাহিকটায় অভিনয় করতে করতে তিয়াসাকে দেখতেই বদলে গিয়েছে।' নীল বললেন, 'চার বছরে আমরা একে অপরকে সহ্য করেছি কিন্তু কখনও ঝগড়া করিনি । আর তাই হয়ত আমরা সেরা জুটির পুরস্কার পেয়েছি এতগুলো।' নিখিলের পাশে দাঁড়িয়ে শ্যামার মন্তব্য, 'দর্শক আমাদের ভালোবেসেছেন ৪ বছর ধরে। এখনও অনেকে অভিযোগ করছেন কেন এই ধারাবাহিক শেষ হচ্ছে। আমরা এত ভালো একটা টিম পেয়েছিলাম যাদের সঙ্গে কাজ করতে সবসময় ভালো লাগত। সবাই কঠিন পরিশ্রম করতেন।'


আজ শেষ এপিসোডে অদিতি মুন্সীর সঙ্গে গান গাইতে দেখা যাবে শ্যামাকে। আর সেখানে শ্যামার জন্য অপেক্ষা করবে কিছু কঠিন পরিস্থিতিও। সব বাধা পেরিয়ে নিখিল কী চিরকালের জন্য শ্যামাকে রাখতে পারবে নিজের কাছে? আজ 'কৃষ্ণকলি'-র শেষলগ্নের গল্পে মিলবে সেই উত্তর।