Vicky Kaushal: এই বলিউড পরিচালকের কাছে কাজ চাইলেন ভিকি কৌশল

এবার এক বলিউড পরিচালকের কাছে সরাসরি কাজ চেয়ে বসলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় সেই পরিচালকের ছবির প্রশংসা করাকালীনই তাঁর পরবর্তী ছবিতে কাজ করার ইচ্ছা প্রকাশ করলেন ভিকি (Vicky Kaushal)।

Continues below advertisement

মুম্বই: বলিউড অভিনেতা ভিকি কৌশলকে (Vicky Kaushal) শেষবার পর্দায় দেখা গিয়েছে 'সর্দার উধম' (Sardar Udham) ছবিতে। এই ছবিতে তাঁর অভিনয় খুবই প্রশংসিত হয়। এছাড়াও কেরিয়ারের শুরু থেকে শুধু অনুরাগী কিংবা দর্শকেরই নয়, বলিউডের অন্দর থেকেও প্রশংসা পাচ্ছেন ভিকি। কখনও 'উরি' কখনও 'সর্দার উধম' ছবিতে অভিনয় দক্ষতা দিয়ে সমালোচকেরও মন জিতে নিয়েছেন। তবে এবার এক বলিউড পরিচালকের কাছে সরাসরি কাজ চেয়ে বসলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় সেই পরিচালকের ছবির প্রশংসা করাকালীনই তাঁর পরবর্তী ছবিতে কাজ করার ইচ্ছা প্রকাশ করলেন ভিকি।

Continues below advertisement

সদ্য কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে পরিচালক আনন্দ এল রাইয়ের ছবি 'আতরঙ্গী রে' (Atrangi Re)। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সারা আলি খান (Sara Ali Khan) এবং ধনুশ (Dhanush)। আর একটি বিশেষ ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে অক্ষয় কুমারকে (Akshay Kumar)। ছবিটি যদিও সিনেমাহলে নয়, মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। সম্প্রতি 'আতরঙ্গী রে' ছবিটি দেখে কেমন লাগল তা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন ভিকি কৌশল। তার সঙ্গে পরিচালক আনন্দ এল রাইয়ে অনুরোধ করেছেন, যেন তিনি তাঁর পরবর্তী ছবিতে তাঁকে সুযোগ দেন।

আরও পড়ুন - Nafisa Ali Covid Positive: করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নাফিসা আলি

এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভিতি কৌশল 'আতরঙ্গী রে' ছবির পোস্টার শেয়ার করে লিখেছেন, 'কি মিষ্টি ছবি। খুব আনন্দ পেলাম। অন্যরকম চরিত্রে অসাধারণ অভিনয় করে মন ভালো করে দিয়েছে সারা আলি খান।' তবে, শুধু সারা আলি খানেরই প্রশংসা করেননি ভিকি। তার সঙ্গে প্রশংসায় পঞ্চমুখ ছবির আরও দুই অভিনেতার। তিনি লেখেন, 'ধনুশ একজন জিনিয়াস। আর অক্ষয় কুমার অসাধারণ।' এবার পরিচালক আনন্দ এল রাইয়ের উদ্দেশে ভিকি লেখেন, 'স্যর, দয়া করে আপনার পরবর্তী ছবিতে আমাকে কাজের সুযোগ দিন।'

গত ২৪ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে 'আতরঙ্গী রে'। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। মুক্তি পাওয়ার পরই ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে বছরের সবথেকে বেশি দেখা ছবি হিসেবে নির্বাচিত হয়।

Continues below advertisement
Sponsored Links by Taboola