নয়াদিল্লি: সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল 'দ্য আইফা অ্যাওয়ার্ডস ২০২২' (IIFA Awards 2022)। আবু ধাবির (Abu Dhabi) ইয়াস আইল্যান্ডে উড়ে গিয়েছিলেন বলিউডের তাবড় তারকারা। ঘোষিত হল সেরার তালিকাও। মঞ্চে দুর্দান্ত পারফর্ম্যান্সও দেখা যায় বলি তারকাদের। কে কে পেলেন সেরার শিরোপা? মন কাড়ল কার অভিনয়? এক ঝলকে রইল এই বছরের 'আইফা অ্যাওয়ার্ডস'-এর উইনার্স লিস্ট (winners list)।


IIFA অ্যাওয়ার্ডস ২০২২, সেরার তালিকা


১. সেরা অভিনেতা (পুরুষ): ভিকি কৌশল 'সর্দার উধম' ছবির জন্য
২. সেরা অভিনেত্রী (মহিলা): কৃতী শ্যানন 'মিমি' ছবির জন্য
৩. নেপথ্য গায়ক: 'রাতা লম্বিয়া' গানের জন্য জুবিন নওটিয়াল
৪. নেপথ্য গায়িকা: 'রাতা লম্বিয়া' গানের জন্য আজিজ কৌর
৫. সেরা লিরিক্স: '৮৩' ছবির 'লেহরে দো' গানের জন্য কৌসর মুনির
৬. সঙ্গীত পরিচালক: এ আর রহমান ও 'শেরশাহ' ছবির সঙ্গীত পরিচালক তনিষ্ক বাগচী, জসলিন রয়্যাল, জাভেদ-মোহসিন, বিক্রম মন্ত্রোস, বি প্রাক, জানি
৭. সেরা নবাগত অভিনেতা: আহান শেট্টি 'তড়প' ছবির জন্য
৮. সেরা নবাগত অভিনেত্রী: শর্বরী ওয়াঘ 'বান্টি অউর বাবলি ২' ছবির জন্য
৯. সেরা গল্প (প্রকৃত): অনুরাগ বসু 'লুডো' ছবির জন্য
১০. সেরা গল্প (গৃহীত): ৮৩
১১. সেরা সহ অভিনেতা: 'লুডো' ছবির জন্য পঙ্কজ ত্রিপাঠি
১২. সেরা সহ অভিনেত্রী: 'মিমি' ছবির জন্য সাই তামহাঙ্কর
১৩. সেরা পরিচালক: 'শেরশাহ' ছবির জন্য বিষ্ণু বর্ধন
১৪. সেরা ছবি: 'শেরশাহ'


আরও পড়ুন: 'Vikram' Box Office Collection: প্রথম দিনে ৩৩ কোটির ব্যবসা করল 'বিক্রম'


এরই মধ্যে পুরস্কার হাতে ছবি পোস্ট করেছেন ভিকি কৌশল।