ওড়িশাঃ ভুবনেশ্বর স্টেশনের (Bhubaneswar Station) কাছে রেল ইয়ার্ডে লাইনচ্যুত মালগাড়ি। ট্রেন চলাচল ব্যাহত। গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ ভুবনেশ্বর স্টেশনের রেল ইয়ার্ডে লাইনচ্যুত হয় মালগাড়ির ৫টি বগি। কটক থেকে ভায়া ভুবনেশ্বর বিশাখাপত্তনমে যাচ্ছিল মালগাড়িটি। এর জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়ে হীরকখণ্ড এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, জন শতাব্দী এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেন (Exp Train)। অন্যদিকে, ছত্তীসগঢ়ের দোঙ্গারগড়ে লাইনচ্যুত হয় নাগপুরগামী শিবনাথ এক্সপ্রেস। ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
সম্প্রতি পশ্চিমবঙ্গেও একটি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। বর্ধমান স্টেশনে (Burdwan Station) ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল (Local Train)। বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পায়। বর্ধমান স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল বর্ধমান-হাওড়া কর্ড লাইন লোকাল। স্টেশনে ঢোকার আগে পিছনের দিক থেকে ৩ নম্বর কামরাটি লাইনচ্যুত হয়ে হেলে পড়ে। ট্রেন ফাঁকা থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ঘটনাস্থলে আসেন রেলের উচ্চপদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। স্টেশনে (Burdwan Station) ঢোকার আগে পিছনের দিক থেকে ৩ নম্বর কামরাটি লাইনচ্যুত হয়ে হেলে পড়ে। প্রায় ৭৫ ডিগ্রি কোণে উল্টে যায় কামরাটি। তবে যেহেতু কারশেড থেকে লোকাল ট্রেনটি এসেছিল, তাই যাত্রী ছিল না বলেই বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। যদিও এদিন ট্রেনটি কারশেডের বদলে যদি অন্য কোনও স্টেশন হয়ে আসত, তাহলে অবশ্য বড়সড় দুর্ঘটনার মুখোমুখি হত বাংলা। ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। পুরো ঘটনার তদন্ত করা হয় রেলের তরফে। প্রত্যক্ষদর্শীরাও এহেন লোকাল ট্রেনের দুর্ঘটনা সাম্প্রতিককালে হয়েছে বলে মনে করতে পারছেন না।
আরও পড়ুন, 'শুভেন্দুকে কেন গ্রেফতার করা হচ্ছে না ?', 'সিবিআই সেটিং' নিয়ে বিস্ফোরক শান্তনু
বাইশের শুরুতে এর আগে জলপাইগুড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় তদন্ত নামে কমিশনার অফ রেলওয়ে সেফটি। দুর্ঘটনার কারণ জানতে ইঞ্জিনের ফরেন্সিক পরীক্ষা করা হয়। এর জন্য নিয়ে আসা হয় ১৪০ টনের ব্রেক ডাউন ক্রেন। ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ট্র্যাকে তুলে অন্যত্র নিয়ে ফরেন্সিক পরীক্ষা করার সিদ্ধান্তও নেওয়া হয়। ইঞ্জিন সরিয়ে, ওই লাইনে দ্রুত ট্রেন চলাচল শুরু করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেন রেল কর্মীরা। উত্তরবঙ্গের ওই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় একাধিক জনের মৃত্যু হয়।