কলকাতা: একটা পরিবার। একটা সম্পর্ক দাঁড়িয়ে থাকে পারস্পরিক নির্ভরশীলতার উপর। 'কুলের আচার' এমনই এক সিনেমা, যেখানে এই পারিবারিক পাশে থাকাই প্রাধান্য পেয়েছে। এমনই বার্তা দেওয়া হয়েছে নির্মাতাদের পক্ষ থেকে। এই ছবির আরো একটি গান ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। আজ প্রকাশ্যে এল 'কুলের আচার' (Kuler Achaar) ছবির দ্বিতীয় গান 'আমি আমার মধ্যে তোমায় খুঁজে পাই।' (Ami Amar Modhye Tomay Khuje Pai) নতুন ছবির নতুন গান মুক্তি পাওয়ার পর নির্মাতাদের পক্ষ থেকে লেখা হয়েছে, 'প্রসেনের দলবদলের কথা ও সুরে এই গান গেয়েছেন ইমন চক্রবর্তী।'
'কুলের আচার' ছবির দ্বিতীয় গান মুক্তি পেল-
এদিন নেট দুনিয়ায় মুক্তি পেল 'কুলের আচার' ছবির দ্বিতীয় গান 'আমি আমার মধ্যে তোমায় খুঁজে পাই'। আর মুক্তি পেতেই শ্রোতাদের মন জিতে নিয়েছে এই গান। কমেন্ট বক্স প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরা। কেউ লিখেছেন, 'এই গানটা এত্ত সুন্দর কেন! জুটির সঙ্গে মিশে গিয়েছে গানেই লাইনগুলো। ভীষণ সুন্দর গানের কথাগুলো।' শুধু গানের কথাতেই অভিভূত নন নেট নাগরিকরা। ইমন চক্রবর্তীর প্রশংসা করতেও ছাড়েননি তাঁরা।
প্রসঙ্গত, এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)। তার তাঁর বিপরীতে এই ছবিতে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্য়ায়কে (Vikram Chatterjee)। এই ছবির হাত ধরেই দীর্ঘদিন পর রুপোলি পর্দায় ফিরছেন ইন্দ্রাণী হালদার (Indrani Haldar)। ছবিতে বিক্রমের মা আর মধুমিতার শাশুড়ির ভূমিকায় অভিনয় করছেন ইন্দ্রাণী। তার বিপরীতে দেখা যাবে নীল মুখোপাধ্যায়কে (Neel Mukherjee)। ছবিতে মধুমিতার চরিত্র একজন হাসিখুশি অল্পবয়সী মেয়ের, নাম মিঠি (Mithi)। পর্দার প্রীতম (Preetam) ওরফে বিক্রমের সঙ্গে বিয়ের পর পদবি পরিবর্তন করতে রাজি হয় না মধুমিতা। বিয়ের আগের পদবিই ব্যবহার করতে চায় সে। তার সিদ্ধান্তে তাকে সমর্থন করে স্বামী প্রীতম। কিন্তু বেঁকে বসেন প্রীতমের মা-বাবা। ইন্দ্রাণী হালদারের চরিত্র একজন সাধারণ মধ্যবিত্ত গৃহবধূর গল্প বলে। পরিবারের সবাইকে, এমনকি মিঠিকে যথেষ্ট স্নেহ করলেও তাঁর পদবি পরিবর্তন না করার সিদ্ধান্ত মেনে নিতে পারেন না তিনি। অন্যদিকে একই মত মিঠির শ্বশুরেরও। তাঁর চরিত্রের নাম প্রণোতোষ। এই প্রণোতোষই বাড়ির কর্তা। মিঠির সিদ্ধান্তে বেশ বিরক্ত তিনিও। বড়দের আপত্তির পরেও কী মিঠি নিজের পদবি ব্যবহার করতে পারবে? উত্তর দেবে 'কুলের আচার'।
আরও পড়ুন - Sushmita Sen: প্রথম ছবির শ্যুটিংয়ে প্রকাশ্যে আক্রমণ করেন মহেশ ভট্ট, বিস্ফোরক সুস্মিতা সেন