অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: রবিবার নন্দনে লঞ্চ হল কুণাল ঘোষের লেখা পুজোর গানের ভিডিও অ্যালবাম। আর জি কর-কাণ্ডের আবহে গানের কথায় উঠে এসেছে মশাল-মিছিল, মানব বন্ধনের প্রসঙ্গ। যদিও এতে রাজনীতির রং লাগাতে নারাজ তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক। 


আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুনে বিচারের দাবিতে উত্তাল শহর। প্রতিবাদের আগুন দেশের গণ্ডি ছড়িয়ে পৌঁছে গেছে বিদেশেও। জ্বলেছে মশাল...উঠেছে বিচার চেয়ে স্লোগান। পথে নেমেছেন অভিনেতা, নাট্যকার, শিক্ষক, আইটি কর্মী থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ। যা নিয়ে বারবার হুঁশিয়ারি-কটাক্ষের সুর শোনা গেছে শাসকদলের নেতা-মন্ত্রীদের গলায়। এই প্রেক্ষাপটেই এবার তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের লেখা পুজোর গানে এল মশাল-মিছিল, মানব বন্ধনের প্রসঙ্গ। গানের কথাগুলো হল, 'তুমি জাগবে বলেই আজ এই দ্রোহকাল, মশাল মিছিলে রাত জ্বলছে/ তুমি জাগবে বলেই আজ যত প্রতিবাদ, মানবশিকলে এসে জুড়ছে'


নিজের গান মুক্তির পরে আরজি কর প্রসঙ্গ নিয়ে কুণাল ঘোষ বলেছেন, 'আর জি কর নিয়ে তো দলও তো নেমেছে। রাজনীতিকরণ নিয়ে আপত্তি। সেটা নিয়ে বলেছি। আর জি কর-কাণ্ড নিয়ে তো আমাদের কোনও বক্তব্য নেই, প্রতিবাদ তো করেছি...' রবিবার নন্দনে লঞ্চ হল কুণাল ঘোষের লেখা পুজোর গানের ভিডিও অ্যালবাম। তিনটি গানের মধ্যে দুটিতে সুরও দিয়েছেন তিনি নিজে। গেয়েছেন রূপঙ্কর বাগচী, তপোমিতা ঘোষ-সহ একাধিক শিল্পীরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন, নাট্যকার ও মন্ত্রী ব্রাত্য বসু, বিধায়ক-অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে। 


গানটি নিয়ে কুণাল ঘোষ বলেছেন, 'মহালয়ার আগে মাতৃশক্তি বা নারীশক্তির আরাধনায় এই সামগ্রিকতা। কোনও একটা বিচ্ছিন্ন ঘটনায় আমরা নিশ্চয়ই প্রতিবাদ করব। কিন্তু বাংলায় মাতৃশক্তি ও নারীশক্তির প্রতিষ্ঠার সামগ্রিক যে কর্মযজ্ঞ চলছে, তারই প্রতিফল আমার এই গান।' কুণাল ঘোষ আরও জানিয়েছেন, এই প্রথম দুটি বাংলা গানের সঙ্গে ভিডিও সম্পূর্ণ AI প্রযুক্তি দিয়ে তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই গানের খবর আগেই শেয়ার করে নিয়েছিলেন কুণাল। আজ মুক্তি পেল তাঁর এই গান।


 



আরও পড়ুন: Sudipta on Tollywood: 'সংসার চলছে না, ওর দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল', টলিউডের কেশসজ্জা শিল্পীকে নিয়ে বলছেন সুদীপ্তা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।