কলকাতা: ২৫ বছর পরে ছোটপর্দায় ফিরছে 'কিঁউ কি সাঁস ভি কভি বহু থি' (kyunki saas bhi kabhi bahu thi)-র দ্বিতীয় সিজন । সদ্য প্রকাশ্যে এসেছে একতা কপূরের নতুন এই ধারাবাহিকের প্রোমো । আর এই ধারাবাহিকে মূল আকর্ষণ অবশ্যই হতে চলেছেন অভিনেত্রী স্মৃতি ইরানি (Smriti Irani) । তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেত্রী ও বটে । দীর্ঘদিন পরে ছোটপর্দায় ফিরতে চলেছেন তিনি । ফের তুলসী বিরানীর চরিত্রেই দেখা যাবে তাঁকে । তবে পাকাপাকিভাবে অভিনয় ফেরার আগেই, অভিনয় নিয়ে বড় ঘোষণা করলেন স্মৃতি ইরানি । কী সেই ঘোষণা ?

অভিনয় নিয়ে বড় ঘোষণা স্মৃতি ইরানির

সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে স্মৃতি ইরানি বলেন, 'কিঁউ কি সাঁস ভি কভি বহু থি' আমার কাছে একটা আনুষাঙ্গিক কাজ । একটি প্রজেক্ট কোনও একজন ব্যক্তির একার হয় না । এতে একসঙ্গে অনেক অভিনেতা-অভিনেত্রী কাজ করেন । অনেক লেখক একসঙ্গে কাজ করেন । আমি খুব খুশি যে এত মানুষের মধ্যে আমি পরিচিতি পেয়েছি, তবে আমি একজন সর্বক্ষণের রাজনীতিবিদ এবং আংশিকভাবে অভিনেত্রী । যেমন অনেক রাজনীতিবিদ পার্টটাইম আইনজীবী, শিক্ষক এবং সাংবাদিক হন । আমি একই সময়ে এত কিছু কি করে করছি, সেটা হয়তো বোঝা কঠিন । সেই কারণেই হয়ত আলোচনার কেন্দ্রবিন্দুতে আছি ।'

এরপর তিনি বলেন, ' 'কিঁউ কি সাঁস ভি কভি বহু থি' শো- টিতে ২৫ বছর আগে বৈবাহিক ধর্ষণ, বয়স্ক সাক্ষরতা, ইচ্ছা মৃত্যু নিয়ে কথা বলা হয়েছিল । এই বিষয়গুলো সেই সময়ে মূলধারার সিনেমা ছুঁয়েও দেখেনি । আমরা এটি একটি টিভি শো-তে দেখিয়েছি, যা পরিবার দেখত । এটা বোঝা দরকার যে ২৫ বছর আগে সমবেতনের ধারণা ছিল না । আমরা বেতনে সমতা এনেছি, যেখানে কারও প্রতিভা এবং লিঙ্গের ভিত্তিতে নির্ধারিত হত না যে তাকে কত বেতন দেওয়া হবে । একতা কাপুরকে রাত ১০:৩০-এর স্লট দেওয়া হয়েছিল, সেই সময়ে এই স্লটে ধারাবাহিক কেউ দেখতেন না এবং আমরা এটিকে প্রাইম টাইম বানিয়েছি ।'