মুম্বই: দীর্ঘ প্রতীক্ষার পর গত ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha)। আমির খানের এই ছবিকে ঘিরে প্রত্যাশা ছিল অনেক। কিন্তু বক্স অফিসে একেবারেই মাথা তুলে দাঁড়াতে পারেনি এই ছবি। বরং, চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। আর ছবির ব্যর্থতার জন্য আত্মত্যাগ করলেন আমির খান (Aamir Khan)। বিভিন্ন সূত্রে খবর এমনটাই।


'লাল সিং চাড্ডা'র ব্যর্থতায় কী করলেন আমির খান?


বিভিন্ন সূত্র অনুয়ায়ী জানা যাচ্ছে, শেষ পর্যন্ত ৬০ কোটি টাকা পর্যন্ত বক্স অফিস কালেকশন হয়েছে 'লাল সিং চাড্ডা'র। এর ফলে ছবি নির্মাতাদের ক্ষতি হয়ছে ১০০ কোটি টাকার মতো। জানা যাচ্ছে, ছবি ব্যবসা করতে না পারায় নিজের পারিশ্রমিক নিচ্ছেন না আমির খান। অভিনেতার এই সিদ্ধান্তে প্রযোজকদের ক্ষতির পরিমাণ কিছুটা কমবে। আমির খানের এমন সিদ্ধান্তে প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। আমির খানের (Aamir Khan) বহু প্রতীক্ষিত ছবি 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha) মূলত টম হ্যাঙ্কসের 'ফরেস্ট গাম্প' ছবির এটি অফিশিয়াল হিন্দি রিমেক।


আরও পড়ুন - Katrina Kaif: কেন সবাইকে জানিয়ে বিয়ে করেননি? অবশেষে কারণটা জানালেন ক্যাটরিনা


প্রসঙ্গত, 'লাল সিং চাড্ডা' মুক্তির আগে প্রচারে এসে অজানা কথা প্রকাশ্যে আনেন আমির খান। জানালেন, তাঁর পুত্র জুনেইদ খান (Junaid Khan) লস অ্যাঞ্জেলেস থেকে ফিরে 'লাল সিং চাড্ডা'র মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন। সেই টেস্ট ভিডিও যখন আমিরের চোখে পড়ে, তিনি নিজেও অবাক হয়ে যান। অভিনেতা জানাচ্ছেন, ছবির মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য একেবারে আদর্শ ছিলেন জুনেইদ। আমির খান বলেন, 'আমি যখন জুনেইদের টেস্ট ভিডিও দেখি, সত্যি কথা বলতে কি অবাক হয়ে গিয়েছিলাম। আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমার সুযোগ গেল। 'লাল' চরিত্রটির জন্য যেমন নিষ্পাপ মুখ দরকার ছিল, ওর সঙ্গে একেবারে সঠিকভাবে মিলছে। যে অভিব্যক্তিটা আমাদের দরকার ছিল 'লাল সিং' চরিত্রটির জন্য, তা আমার মুখে ততটা ছিল না। কিন্তু জুনেইদের সঙ্গে কী অদ্ভূতভাবে মিল পাচ্ছিলাম আমরা। জুনেইদের পারফরম্যান্স অসাধারণ ছিল। ও এই চরিত্রটার জন্য সঠিক অভিনেতা ছিল বলে আমি মনে করি।' অন্যদিকে, বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, স্ক্রিপ্ট রাইটার অতুল কুলকার্ণি এবং নির্মাতা আদিত্য চোপড়া চেয়েছিলেন 'লাল সিং চাড্ডা'র মুখ্য ভূমিকায় অভিনয় করুন আমির খান।