নয়াদিল্লি: দর্শকের মন জয় করেছে কিরণ রাও (Kiran Rao) পরিচালিত 'লাপতা লেডিজ' (Laapataa Ladies)। প্রেক্ষাগৃহের পর এখন ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে (Netflix) দেখা যাচ্ছে এই ছবি। মুঠোফোনে হাজির হওয়ার পর থেকে চড়চড়িয়ে বেড়েছে এই ছবির খ্যাতি। এমন একটি ছবি যা আবেগ, ভালবাসা, লড়াই ও শিক্ষার এক নিখুঁত মিশ্রণ। সম্প্রতি শোনা যাচ্ছে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে নতুন রেকর্ড গডেছে এই ছবি। এই ছবি ছাপিয়ে গেল 'অ্যানিম্যাল'-এর (Animal) খ্যাতি।
নেটফ্লিক্সে নয়া নজির 'লাপতা লেডিজ' ছবির, কত ভিউয়ার?
সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত 'অ্যানিম্যাল' নিয়ে বিতর্ক সমালোচনা হলেও এই ছবি বাণিজ্যিক সাফল্য লাভ করেছিল প্রবল। শুধু প্রেক্ষাগৃহেই নয়, ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সেই রমরমিয়ে চলেছে এই ছবি। বিশাল স্টারকাস্ট, বিগ বাজেটের সেই ছবিকেই এবার ভিউজের নিরিখে পিছনে ফেলল 'সাদামাটা' ছবি 'লাপতা লেডিজ'। ইতিমধ্যেই ১৩.৮ মিলিয়ন ভিউজ পেয়েছে কিরণ রাওয়ের ছবি।
নেটফ্লিক্সে গত ২৬ জানুয়ারি মুক্তি পায় রণবীর কপূর, রশ্মিকা মান্দান্না, অনিল কপূর অভিনীত 'অ্যানিম্যাল'। তার বেশ কয়েক মাস পরে নেটফ্লিক্সে এসেও ইতিমধ্যেই রেকর্ড ভেঙেছে 'লাপতা লেডিজ'। এই খবর খুব দ্রুতই উঠে আসে শিরোনামে। নেটিজেনরা অনেকেই উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন এই খবরে। একজন লেখেন, 'ব্রিটেনে এই ছবি বেশ খ্যাতি লাভ করেছে। আমার স্থানীয় সমস্ত বন্ধুরা এই ছবিকে ভালবেসেছে। ওঁরা শুধু বাহুবলীর মতো ছবি দেখেছে। যখন তাঁরা লাপতা লেডিজ নিয়ে কথা বলছেন তখন গর্ব হয়।' অপর একজন লেখেন, 'খুব ভাল খবর। এই ছবির সমস্ত দৃষ্টি আকর্ষণ প্রাপ্য।'
আরও পড়ুন: Firoz Khan Demise: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত 'ভাবি জি ঘর পর হ্যায়' খ্যাত অভিনেতা ফিরোজ খান
কিরণ রাও পরিচালিত 'লাপতা লেডিজ' ছবি বিপ্লব গোস্বামীর পুরস্কার জয়ী উপন্যাস থেকে তৈরি। দুই নবদম্পতিকে কেন্দ্র করে এই ছবি আবর্তিত। একই ট্রেনে দুই নববিবাহিত দম্পতি ওঠেন। দুই কনের মুখেই লম্বা ঘোমটা টানা। ট্রেন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে এই দুই নববধূ কীভাবে হারিয়ে যান এবং তারপর কী কী হয়, সেই নিয়েই ছবির গল্প। ট্রেলার দেখে ছবির গল্প বিশেষ আন্দাজ করা যায় না এবং অবশ্যই তা আপনাদের এখানেও বলা হবে না, কারণ এরকম ছবি প্রেক্ষাগৃহে গিয়ে অবশ্যই দেখা উচিত।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।