কলকাতা: তিনি নাট্যকার, তিনি অভিনেতা... তাঁর দরাজ গলার গানে মুগ্ধ সকলেই। কিন্তু শিল্পীর এই গুণ সম্পর্কে জানতেন না অনেকেই। যে শিল্পী নাটকের মঞ্চে, ক্যামেরার সামনে সাবলীল, তিনি ততটাই সাবলীল খাতা পেন্সিলেও! দুর্দান্ত স্কেচে ফুটিয়ে তুলতে পারেন যে কারও মুখ! বাংলাদেশের থেকে তাঁর খ্যাতি এখন ছড়িয়ে পড়েছে টলিউডেও। তবে পরিচিত এই শিল্পীর অপরিচিত এক গুণের কথাই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী (Lagnajita Chakraborty)। 


কে এই শিল্পী? তিনি চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। 'কারাগার', 'হাওয়া' বা 'মনোগামী'-র হাত ধরে যিনি জয় করে নিয়েছেন হাজার হাজার দর্শকদের মন, তিনি সমান সাবলীল পেন্সিলের টানেও। লগ্নজিতা ও চঞ্চলের পূর্বপরিচিতি রয়েছে, সেই কারণেই তিনি একটি স্কেচ এঁকেছিলেন লগ্নজিতার। সেটাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়ে নিজের মুগ্ধতার কথা লিখেছেন লগ্নজিতা। 


সঙ্গীতশিল্পী লিখেছেন, 'আমাদের যারা অনুরাগী, আমাদের কাজ যারা পছন্দ করেন তাঁরা অনেকসময় হাতে এঁকে ছবি উপহার দেন। আমরা যখন মঞ্চে অনুষ্ঠান করতে যাই, এরকম হাতে আঁকা স্কেচ, আমাদের অনুরাগীদের থেকে আমরা অনেক পাই। বস্তুতপক্ষে আমার বাড়ির একটা ঘরের দেওয়াল এরকম অনুষ্ঠানে পাওয়া স্কেচ দিয়েই সাজানো। আমরা অত্যন্ত সৌভাগ্যশালী যে এটা আমাদের সঙ্গে ঘটে। কিন্তু আমি যার কাজ পছন্দ করি, আমি যার অনুরাগী, তিনি আমার জন্য একটা স্কেচ এঁকে দিচ্ছেন, সেই সুযোগ কতই হয়? সচরাচর হয় না। কিন্তু আমি এতটাই ভাগ্যবতী যে, আমার সঙ্গে সেটা হয়েছে। যার কাজে সবাই মুগ্ধ, দুই বাংলা, সারা পৃথিবী, এবং আমি যার গুণমুগ্ধ ভক্ত; যিনি এখনকার সিনেমাজগতের একজন উজ্জ্বল নক্ষত্র, যার কাজের অনুরাগী আমি, তিনি আমার জন্য এই স্কেচটি এঁকে দিয়েছেন। তাঁর নামটা বললে সকলেই হয়ত খুব অবাক হবেন, কিন্তু এই নাম না বললে হয় না। তিনি সবার ভালোবাসার চঞ্চল চৌধুরী। উনি নিজে হাতে আমার এই স্কেচটা করেছেন। জীবনে অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু পাইনি। কিন্তু যা পেয়েছি, তার মধ্যে এই পাওয়া অন্যতম হয়ে থাকবে।' (অপরিবর্তিত)


নিখুঁত হাতে আঁকা এই ছবি দেখে অবাক হয়েছেন অনেকেই। নাট্যব্যক্তিত্ব, দুঁদে অভিনেতার এই গুণটির কথা জানালেন লগ্নজিতাই


 






আরও পড়ুন: Vidya Balan: এই পোশাকই স্টাইল স্টেটমেন্ট, অথচ বিদ্যার আলমারিতে রয়েছে মাত্র ২৫টা শাড়ি!


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।