নয়াদিল্লি: বয়স মাত্র ১৭ বছর। খেলতে নেমেছিল নিজের অভিষেক ম্যাচ। কিন্তু তারপর ২২ গজে রোমালিয়া রোমালিয়া (Rohmalia Rohmalia) যা করল, তাতে গোটা ক্রিকেটবিশ্ব বিস্মিত। ২০ টা বলে এক রানও খরচ না করে ইন্দোনেশিয়ার বোলার সাত সাতটা উইকেট তুলে নেয়।  


বালি ব্যাশ আন্তর্জাতিক মহিলাদের টি-টোয়েন্টি সিরিজ়ে ইন্দোনেশিয়া এবং মঙ্গোলিয়ার ম্যাচে নিজের অভিষেক ঘটান রোমালিয়া। নাগাড়ে ২০টা বলে কোনও রান খরচ না করে সাতটি ব্যাটারকে খাতা খোলার আগেই সাজঘরে ফেরত পাঠান টিনএজ তারকা। পুরুষ বা মহিলা, কোনও ক্ষেত্রেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনও বোলারেরই এই রেকর্ড নেই। অভিষেক ম্যাচেই সকলকে অবাক করে দিয়ে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন রোমালিয়া। 


 






তৃতীয় বোলার হিসাবে রোমালিয়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাতটি উইকেট নিলেন। এর আগে নেদারল্যান্ডসের ফ্রেডরিক ওভারজাইক ২০২১ সালে ফ্রান্সের বিরুদ্ধ এবং আর্জেন্তিনার অ্যালিসন স্টকস ২০২২ সালে পেরুরু বিরুদ্ধে তিন রানের বিনিময়ে সাতটি উইকেট নেন। এতদিন যুগ্মভাবে এই দুই তারকার দখলেই সেরা টি-টোয়েন্টি বোলিং রেকর্ড ছিল। কিন্তু এবার রোমালিয়া সেই কৃতিত্ব নিজের নামে করে ফেললেন। 


বুধবার আয়োজিত এই ম্যাচে ইন্দোনেশিয়া প্রথমে ব্যাট করে ১৫১ রান তোলে। জবাবে রোমালিয়ার দাপটে ২৪ রানেই অল আউট হয়ে যায় মঙ্গোলিয়া। বৃহস্পতিবার মঙ্গোলিয়ার বিরুদ্ধে সিরিজ়ের শেষ ম্যাচ জিতে ৬-০ সিরিজ় নিশ্চিত করে ইন্দোনেশিয়া। ঘটনাক্রমে, সেরা বোলিংয়ের প্রথম তিনটিই আসে মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে। পুরুষদের বিশ ওভারের ফর্ম্যাটের সেরা বোলিং পারফরম্যান্সের অধিকারী মালেয়েশিয়ার সাজ়রুল ইজ়াত ইদ্রুস। গত বছর চিনের বিরুদ্ধে আট রানের বিনিময়ে সাত উইকেট নিয়েছিলেন তিনি।


প্রসঙ্গত, সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের মঞ্চ এক বড় অঘটনের সাক্ষী হয়ে থাকল। মহিলাদের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে জিম্বাবোয়েকে হারাল ভানুয়াটু। মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে যাদের ব়্যাঙ্কিং ৩০। যেখানে জ়িম্বাবোয়ের ব়্যাঙ্কিং ১২। সেই জ়িম্বাবোয়েকে ৬ উইকেটে হারিয়ে দিল ভানুয়াটু। মাত্র ৬১ রানে জ়িম্বাবোয়েকে অল আউট করে দেয় ভানুয়াটু। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই জ়িম্বাবোয়ের মহিলা দলের সর্বনিম্ন স্কোর। ব্যাট করতে নেমে শুরুর পাওয়ার প্লে-তে তিন উইকেট হারিয়ে ২৫ রান তোলে ভানুয়াটু। তবে আপর কোনও বিপর্যয় হয়নি। ২১ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় তারা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুুন: টি-টোয়েন্টি ক্রিকেটে কোন মন্ত্রে সফল? কেকেআরের কাঁটা হয়ে উঠবেন ইডেনে?