কলকাতা: বর্তমানে বাংলা ভাষা বিতর্কে তোলপাড় পশ্চিমবঙ্গ। বাংলা ভাষাকে অমিত মালব্য বাংলাদেশী ভাষা বলায় তোলপাড় গোটা পশ্চিমবঙ্গে। আর এবার, এই বিষয় নিয়ে মুখ খুললেন সঙ্গীতশিল্পী কুমার শানু (Kumar Sanu)। কুমার শানু এমন একজন শিল্পী, যিনি বাংলায় আর বলিউডে, দুই জায়গাতেই চুটিয়ে কাজ করেছেন। বেশ অনেকগুলি ভাষাই তাঁর আয়ত্তে। আর সম্প্রতি, এই বাংলা ভাষা বিতর্কে মুখ খুলেছেন তিনি। সওয়াল তুলেছেন শিল্পের স্বাধীনতা নিয়ে। শানু সওয়াল করেছেন যে, এই দেশে যে ভাষাতেই মানুষ কথা বলুক না কেন, প্রত্যেকেরই শিল্পের স্বাধীনতা থাকা উচিত।
ভাষা বিতর্কে তোলপাড় পশ্চিমবঙ্গ। বাংলা ভাষাকে আক্রমণ করা হচ্ছে বলে সওয়াল করেছেন অনেকে। আর এবার এই বিষয়ে মুখ খুললেন কুমার শানু। তাঁর ভাবনায়, কে কতগুলো ভাষা জানবে, সেটা ব্যক্তি মানুষের ওপর নির্ভর করে। তবে ভাষা কখনও কেরিয়ার বা কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে না। প্রত্যেকেরই কাজের স্বাধীনতা থাকা উচিত। শিল্পের স্বাধীনতা থাকা উচিত। শানুর কথায়, 'আমি ভাষা নিয়ে কোনও কথা বলতে চাই না। যে কোনও মানুষের যে কোনও জায়গায় কাজ করার স্বাধীনতা আমাদের দেশে রয়েছে। কে কোন ভাষায় কথা বলছেন, তার ওপর কাজের মানদন্ড কখনোই থাকা উচিত নয়। একজন কতটা এবং কতটা ভাল কাজ করছেন সেই দিকেই নজর দেওয়া উচিত। যে যা ইচ্ছা ভাষায় কথা বলতেই পারেন।'
সম্প্রতি আঞ্চলিক ভাষা নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন আরও এক গায়ক। সোনু নিগম (Sonu Nigam)। সোনু নিগম বেঙ্গালুরুতে তাঁর কনসার্টের পর বিতর্কে জড়িয়ে পড়েন। পহেলগাঁও হামলার পর বেঙ্গালুরুর একটি প্রযুক্তি কলেজে শো করতে গিয়েছিলেন গায়ক। সেখানেই কাশ্মীরের জঙ্গি হামলা প্রসঙ্গে 'বেঁফাস' মন্তব্য করেন সোনু নিগম। এরপরই তাঁর বিরুদ্ধে বেঙ্গালুরু গ্রামীণ জেলার আভালাহাল্লী থানায় এফআইআর দায়ের হয়। সেই এফআইআর যেন বাতিল করা হয় তাই জন্যই কর্নাটক হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন গায়ক। প্রসঙ্গত উল্লেখ্য, ওই এফআইআর- এ অভিযোগ ছিল সোনু নিগম কন্নড় ভাষাভাষীদের আবেগে আঘাত হেনেছেন। মিউজিক কনসার্ট চলাকালীন 'আপত্তিকর মন্তব্য' করেছেন।