মুম্বই: করোনা (Coronavirus) আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী লারা দত্ত (Lara Dutta)। ইতিমধ্যেই খবর পাওয়া গিয়েছে, অভিনেত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এবং তাঁর বাড়ি মাইক্রো কনটেনমেন্ট এলাকায় হওয়ার কারণে অভিনেত্রীর বাড়ি সিল করে দিল বিএমসি (BMC)।


বাড়ি সিল করল বিএমসি-


করোনার তৃতীয় ঢেউয়ে সাধারণ মানুষ থেকে বহু তারকারাই সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন। যদিও লারা দত্ত নিজে অফিশিয়ালি এই খবর জানাননি। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, অভিনেত্রী এবং তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি জানা গিয়েছে, লারা দত্তের বান্দ্রার বাড়িটি মাইক্রো কনটেনমেন্ট জোনে হওয়ার কারণে তাঁরক বাড়িটি সিল করে দিয়েছে বৃহন্মুম্বই কর্পোরেশন। 


প্রসঙ্গত, কিছুদিন আগেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে লারা দত্তের ওয়েব সিরিজ 'কৌন বনেগি শিখরবতী'। এই ওয়েব সিরিজে তাঁর সঙ্গে দেখা গিয়েছে সোহা আলি খানকে। এক সাক্ষাৎকারে লারা দত্ত জানান, কোন সেই কারণ, যার জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি। অভিনেত্রী বলেন, 'আমি তখন তিরিশের কোঠায়। সেই সময় আমার মনে হল আমাদের ইন্ডাস্ট্রি এখনও কিছুটা পিছিয়ে রয়েছে। সেই সময় কোনও ছবিতে নায়িকাদের গ্ল্যামারাস চরিত্রের জন্য কাস্ট করা হত। হয় নায়কের প্রেমিকা নাহলে নায়কের স্ত্রী হিসেবে দেখা যেত নায়িকাদের। আমি এসবের কারণে বিরক্ত হয়ে গিয়েছিলাম।'


আরও পড়ুন - The Kashmir Files: 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির সমালোচকদের উদ্দেশে বিস্ফোরক মন্তব্য পরিচালকের


২০০৩ সালে 'আন্দাজ' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন লারা দত্ত। এরপর একাধিক ছবিতে অভিনয় করেছেন। তেতাল্লিশ বছর বয়সী এই অভিনেত্রীকে 'নো এন্ট্রি', 'ভাগম ভাগ', 'হাউজফুল'-এর মতো একাধিক কমেডি ছবিতেও দেখা গিয়েছে। অভিনয় করেছেন অক্ষয় কুমার, গোবিন্দা, সলমন খানদের মতো তারকাদের সঙ্গে। লারা দত্ত বলেন, 'কমেডি ছবিতে আমি আমার অভিনয় দক্ষতা দেখিয়েছি। যা বক্স অফিসেও সফল হয় এবং দর্শকের মনেও জায়গা করে নেয়। নায়কের প্রেমিকা কিংবা স্ত্রীর চরিত্রের বাইরে গিয়েও আমি অভিনয় যে করতে পারি, তা দেখিয়েছি।' লারা দত্তকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছে 'বেলবটম' ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যায় অক্ষয় কুমার এবং হুমা কুরেশিকে। এছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্মেও বেশ কিছু সিরিজে দেখা গিয়েছএ অভিনেত্রীকে। 'হিকআপস অ্যান্ড হুকআপস', 'কৌন বনেগি শিখরবতী' এবং আরও বেশ কিছু ডিজিটাল শোয়ে দেখা গিয়েছে তাঁকে।