মুম্বই: সারা দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিস দুর্দান্ত ব্যবসা করার পাশাপাশি একটা মহল থেকে যেমন প্রশংসা পেয়েছে, তেমনই বেশ কিছু মানুষ ইতিমধ্যেই সমালোচনায় মুখর হয়েছেন। দর্শক থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা তারকারা কিছু সংখ্যক যেমন প্রশংসা করেছে, তেমনই কিছু সংখ্যক সমালোচনা করেছে। এবার 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির বিরুদ্ধে যাঁরা সমালোচনায় মুখর হয়েছেন, তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)।
পরিচালকের বক্তব্য-
সম্প্রতি এক সাক্ষাৎকারে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী বলেন, 'আমার মনে হয় এটা অসাধারণ একটা সোশ্যাল সার্ভিস। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বোঝা যায়, অশুভ শক্তি কে আর শুভ শক্তি কে। আমি পোলারাইজের মতো শব্দ ব্যবহার করতে চাই না। যাঁরা মানুষের অধিকার, মানুষের গুরুত্ব এবং মানবিকতাকে গুরুত্ব দেবে এমন মানুষকে আমাদের দরকার। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমস্ত রকমের মানুষের মধ্যে পার্থক্যটা টের পাওয়া যায়। কে খারাপ আর কে ভালো, সমস্ত পার্থক্য বোঝা যায়।' এরপরই সমালোচকদের উদ্দেশে বিস্ফোরক মন্তব্য করেন পরিচালক। তিনি বলেন, 'কেন আমি কোনও সন্ত্রাসবাদীকে কোনও কথা বলব।'
আরও পড়ুন - Shraddha Kapoor: ব্রেকআপের গুঞ্জনের মধ্যে ইঙ্গিতপূর্ণ পোস্ট শ্রদ্ধা কপূরের
প্রসঙ্গত, সদ্যই জানা গিয়েছে, কাশ্মীরি পণ্ডিতদের 'গণহত্যা' নিয়ে মিউজিয়াম (museum) বানানো হবে মধ্যপ্রদেশে। এমনই কথা জানিয়েছেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Chief Minister Shivraj Singh Chouhan)। মিউজিয়াম (museum) তৈরির পরামর্শ দিয়েছিলেন 'কাশ্মীর ফাইলস'-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত মধ্যপ্রদেশ সরকারের। পরিচালক জানান, তিনি ভোপালে এমন মিউজিয়াম করার কথা ভাবছিলেন, যাতে সাধারণ নাগরিক কাশ্মীর পণ্ডিতদের সঙ্গে হওয়া ভয়াবহ ঘটনার কথা জানতে পারেন। শুক্রবার বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) বলেন, 'এত অত্যাচারের পরেও কাশ্মীরি পণ্ডিতরা (Kashmiri Pandits) তাঁদের সন্তানদের কখনও অস্ত্র তুলে নিতে বলেননি। তাঁরা পড়াশোনাকে গুরুত্ব দেন। সেই কারণেই ভারতের অন্যত্র বা বিদেশ যেখানেই তাঁরা গিয়েছেন সফল হয়েছেন।'