Remembering Lata Mangeshkar : সুরলোকে সুর-সম্রাজ্ঞী, শোকাহত সারা দেশ

Lata Mangeshkar Death LIVE Updates: বসন্তের আগেই থামল কোকিল কণ্ঠ। করোনা আক্রান্ত হয়ে ৯২ বছর বয়সে প্রয়াত লতা মঙ্গেশকর।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 07 Feb 2022 12:47 AM
Lata Death Live Updates: লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা ওড়িশার বালুশিল্পী সুদর্শন পট্টনায়েকের

ভাস্কর্যের মাধ্যমে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা ওড়িশার বালুশিল্পী সুদর্শন পট্টনায়েকের।

Lata Mangeshkar Demise Live Updates: লতা মঙ্গেশকরের প্রয়াণে রাজনৈতিক মহলেও শোকের ছায়া

লতা মঙ্গেশকরের প্রয়াণে রাজনৈতিক মহলেও শোকের ছায়া। দল-মত নির্বিশেষে সবার সঙ্গেই প্রয়াত শিল্পীর সুসম্পর্ক ছিল। আজ তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সব দলের নেতা-নেত্রীরাই।

Lata Death Live Updates: প্রয়াত লতা মঙ্গেশকর

চলে গেলেন লতা মঙ্গেশকর। সুরসম্রাজ্ঞীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে বাংলার মুখ্যমন্ত্রী। শোকজ্ঞাপন করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী, রাহুল গাঁধী। শোকবার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীও।

Lata Mangeshkar Demise Live Updates: বাংলার সঙ্গে যোগ ছিল লতা মঙ্গেশকরের

১১ বছর আগের কথা। কলকাতায় স্টেজ শো করতে আসছেন লতা মঙ্গেশকর। মুহূর্তের মধ্যে তা জানাজানি হতেই হাউসফুল। কিন্তু, আচমকা অসুস্থ হয়ে পড়েন সুর সম্রাজ্ঞী। তারপর কোন মন্ত্রবলে হল সেই কনসার্ট? লতা মঙ্গেশকরের পারিবারিক বন্ধু সৌভিক দাশগুপ্তর স্মৃতিতে ঘুরে ফিরে আসছে পুরনো কথা।

Lata Death Live Updates: হেমন্ত মুখোপাধ্যায় ও সতীনাথ মুখোপাধ্যায়ের বাড়িতে যাতায়াত ছিল লতা মঙ্গেশকরের

শরৎ চ্যাটার্জি অ্যাভিনিউ বা কেয়াতলা, বাংলার সঙ্গীত জগতের দুই মহীরুহ হেমন্ত মুখোপাধ্যায় ও সতীনাথ মুখোপাধ্যায়ের বাড়িতে যাতায়াত ছিল লতা মঙ্গেশকরের। আজও যাঁরা বাড়ি আগলে রেখেছেন, তাঁদের কাছে সবই স্মৃতি হয়ে গেল।

Lata Mangeshkar Demise Live Updates: বাংলার সঙ্গে গভীর যোগাযোগ ছিল লতা মঙ্গেশকরের

বাংলার সঙ্গে গভীর যোগাযোগ ছিল লতা মঙ্গেশকরের। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বাংলার শিল্পীরাও।

Lata Death Live Updates: প্রয়াত লতা মঙ্গেশকর

নিভল সুর-প্রদীপের শিখা। প্রয়াত হলেন লতা মঙ্গেশকর। ২৮ দিনের লড়াই শেষ হল মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। সরস্বতী পুজোর পরদিনই দেশ হারাল সুর সম্রাজ্ঞীকে।শোকের ছায়া দেশজুড়ে।

Lata Mangeshkar Demise Live Updates: মুম্বইয়ের শিবাজি পার্কে সম্পন্ন লতা মঙ্গেশকরের শেষকৃত্য

মুম্বইয়ের শিবাজি পার্কে সম্পন্ন লতা মঙ্গেশকরের শেষকৃত্য। শেষ শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, শরদ পওয়ার, পীযূষ গোয়েলের। শেষযাত্রায় অগণিত মানুষের ভিড়। দূর থেকেই সুর-সম্রাজ্ঞীকে শ্রদ্ধাজ্ঞাপন। 

Lata Death Live Updates: চোখের জলে লতা মঙ্গেশকরকে শেষ বিদায়

চোখের জলে লতা মঙ্গেশকরকে শেষ বিদায়।

Lata Mangeshkar Demise Live Updates: লতা মঙ্গেশকরের শেষকৃত্যে হাজির সচিন

লতা মঙ্গেশকরের শেষকৃত্যে মুম্বইয়ের শিবাজি পার্কে হাজির সস্ত্রীক সচিন তেন্ডুলকর।

Lata Death Live Updates: লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

মুম্বইয়ের শিবাজি পার্কে লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Lata Mangeshkar Demise Live Updates: ‘সরস্বতীকে হারালাম,’ শোকপ্রকাশ হৈমন্তী শুক্লার

‘সরস্বতীকে হারালাম,’ শোকপ্রকাশ হৈমন্তী শুক্লার। ‘সুরে সুরে চিরকাল অমর হয়ে থাকবেন,’ বললেন পণ্ডিত অজয় চক্রবর্তী। ‘সুর হারাল পথ,’ প্রতিক্রিয়া রাশিদ খানের। 

Lata Death Live Updates: শোকাহত সঙ্গীত মহল

‘নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া’ লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকপ্রকাশ এ আর রহমানের। ‘ওঁর গান আমার সুখ-দুঃখের সাথী,’ প্রতিক্রিয়া শান্তনু মৈত্রের। ‘দেশ নয়, পৃথিবীর নাইটিঙ্গেল,’ প্রতিক্রিয়া জিৎ গঙ্গোপাধ্যায়ের।

Lata Mangeshkar Demise Live Updates: কাল রাজ্যে অর্ধদিবস ছুটি

কাল রাজ্যে অর্ধদিবস ছুটি। রবীন্দ্রসদনে সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন। ১৫ দিন ধরে রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন জায়গায় বাজবে লতা মঙ্গেশকরের গান। 

Lata Death Live Updates: রাষ্ট্রীয় মর্যাদায় লতা মঙ্গেশকরের শেষকৃত্য

সন্ধে সাড়ে ৬টায় মুম্বইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় লতা মঙ্গেশকরের শেষকৃত্য। ২ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা কেন্দ্রীয় সরকারের।

Lata Mangeshkar Demise Live Updates: শোকপ্রকাশ কাজলের

‘আমরা যদি তাঁর গান একটি একটি করে চালাতে থাকি, তাহলে আমরা একমাস ধরে তাঁর গান শুনতে পাব। কখনও একই গান আবার শুনব না। সারা দেশের সঙ্গে আমিও আমাদের নাইটিঙ্গেলের প্রয়াণে শোকাহত। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই,’ ট্যুইট অভিনেত্রী কাজলের।

Lata Death Live Updates: শোকপ্রকাশ শিখর ধবনের

‘আপনার গান আমাদের হৃদয় স্পর্শ করেছিল এবং আমাদের মুখে হাসি এনে দিয়েছিল। শান্তিতে বিশ্রাম নিন লতা মঙ্গেশকরজি। আপনার উত্তরাধিকার পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে,’ ট্যুইট শিখর ধবনের।

Lata Mangeshkar Demise Live Updates: শোকপ্রকাশ অক্ষয় কুমারের

ট্যুইট করে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানালেন অভিনেতা অক্ষয় কুমারের।

Lata Death Live Updates: শোকপ্রকাশ অল্লু অর্জুনের

‘আজ দুঃখের দিন। ভারতের নাইটিঙ্গেল লতা মঙ্গেশকরজি আর নেই। একটি যুগের অবসান। তিনি গানের মাধ্যমে মানুষের হৃদয়ে চিরকাল থেকে যাবেন। তাঁর প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই। তাঁর আত্মার শান্তিকামনা করি,’ ট্যুইট অভিনেতা অল্লু অর্জুনের।

Lata Mangeshkar Demise Live Updates: লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা বাবর আজমের

‘একটি যুগের অবসান। তাঁর জাদু কণ্ঠ ও উত্তরাধিকার সারা বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে থেকে যাবে। তুলনাহীন একজন কিংবদন্তি,’ ট্যুইট পাকিস্তানের ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমের।

Lata Death Live Updates: লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা এআইএফএফ-এর

লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের।

Lata Mangeshkar Demise Live Updates: লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা শ্রেয়া ঘোষালের

‘গতকাল সরস্বতী পুজো ছিল আর আজ মা তাঁর প্রিয় সন্তানকে নিয়ে গেলেন। আজ মনে হচ্ছে পাখি, গাছ, বাতাসও নীরব। স্বর কোকিলা, ভারতরত্ন লতা মঙ্গেশকরজি, আপনার পবিত্র স্বর চিরকাল থেকে যাবে,’ ট্যুইট শ্রেয়া ঘোষালের।

Lata Death Live Updates: কাল মহারাষ্ট্রে সরকারি ছুটি

লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে কাল মহারাষ্ট্রে সরকারি ছুটি ঘোষণা করা হল।

Lata Mangeshkar demise Live Updates: শোকপ্রকাশ নেপালের রাষ্ট্রপতির

লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকপ্রকাশ নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারীর।

Lata Death LIVE Updates: মোদি আজ বিকেল পৌনে ছটা নাগাদ শেষকৃত্যের অনুষ্ঠানে পৌঁছবেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বিকেল পৌনে ছটা নাগাদ শেষকৃত্যের অনুষ্ঠানে পৌঁছবেন। তারপর লতা মঙ্গেশকরের শেষকৃত্য সাড়ে ৬ টার মধ্যে সম্পন্ন হবে। জানাল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের কমিশনার ইকবাল সিংহ চাহাল। 

Lata Death LIVE Updates: সর্বকালের সর্বশ্রেষ্ঠ লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকাহত, ধনকড়ের ট্যুইট

রাজ্যপাল জগদীপ ধনকড়ের ট্যুইট, ভারতরত্ন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকাহত। এই শূন্যতা পূরণ হওয়ার নয়। তাঁর সুরেলা কণ্ঠ অমর। চিরকাল এই কিংবদন্তীর কণ্ঠ আমাদের মন্ত্রমুগ্ধ করে রাখবে। ট্যুইটে শ্রদ্ধাজ্ঞাপন রাজ্যপালের।

Lata Death LIVE Updates: 'লতা দিদি'কে শেষ শ্রদ্ধা জানাতে কিছুক্ষণের মধ্যেই মুম্বই রওনা হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

'লতা দিদি'কে শেষ শ্রদ্ধা জানাতে কিছুক্ষণের মধ্যেই মুম্বই রওনা হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জানালেন ট্যুইটারে ।


 





Mangeshkar Death LIVE Updates: ট্যুইটে শ্রদ্ধাজ্ঞাপন বিরাট কোহলির

 ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির ট্যুইট, লতাজির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর সুরেলা কণ্ঠ গোটা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের হৃদয় স্পর্শ করেছিল। সমস্ত গান আর স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ। পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা। প্রণাম। ট্যুইটে শ্রদ্ধাজ্ঞাপন বিরাট কোহলির। 

Lata Mangeshkar Death LIVE Updates: লতা মঙ্গেশকরের মৃত্যুতে সনিয়া গাঁধীর শোকবার্তা

লতা মঙ্গেশকরের মৃত্যুতে সনিয়া গাঁধীর শোকবার্তা। বিবৃতিতে তিনি লিখেছেন, একটি যুগের অবসান। লতা দিদির হৃদয়স্পর্শী কণ্ঠ, দেশাত্মবোধক গান এবং তাঁর জীবন-সংগ্রাম চিরকাল প্রতিটি প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর শেষযাত্রায় আন্তরিক শ্রদ্ধা জানাই। শোকবার্তা সনিয়ার

Lata Mangeshkar Death LIVE Updates: লতাকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন অমিতাভ বচ্চন

বিকেল ৪টে নাগাদ নিয়ে যাওয়া হবে শিবাজি পার্কে। সন্ধে সাড়ে ৬টায় শেষকৃত্য। তার আগে প্রভুকুঞ্জে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন অমিতাভ বচ্চন । 

Lata Mangeshkar Death LIVE Updates: ভারতীয় ক্রিকেট দল কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামছে

আজ প্রয়াত ভারতরত্ন লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে ভারতীয় ক্রিকেট দল কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামছে।





Lata Mangeshkar Death LIVE Updates: কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে মুম্বই যাবেন প্রধানমন্ত্রী

কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে মুম্বই যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী আজ সন্ধ্যা সাড়ে ৬টায় শেষকৃত্যেও অংশ নেবেন।

Lata Mangeshkar Death LIVE Updates: তাঁর বাড়ি প্রভু কুঞ্জে এখন শায়িত মরদেহ

তাঁর বাড়ি প্রভু কুঞ্জে এখন শায়িত মরদেহ। সন্ধ্যা সাড়ে ৬টায় তাঁকে দাহ করা হবে।  শ্রদ্ধা জানাতে তার মরদেহ বিকেল ৩টা পর্যন্ত তার বাড়িতে রাখা হবে। বিকেল ৪টেয় শিবাজি পার্কে নিয়ে যাওয়া হবে শেষকৃত্যের জন্য। 

Lata Mangeshkar Passed Away Live : রবীন্দ্র সদনে লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে পারবেন অনুরাগীরা

কাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রবীন্দ্র সদনে লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে পারবেন অনুরাগীরা

Lata Mangeshkar Death Live : ৩৬টিরও বেশি ভাষায় ৩০ হাজারের বেশি গান গেয়েছেন লতা মঙ্গেশকর

৩৬টিরও বেশি ভাষায় ৩০ হাজারের বেশি গান গেয়েছেন লতা মঙ্গেশকর। রেখে গেলেন তাঁর অনবদ্য সৃষ্টি এবং লক্ষ লক্ষ অনুরাগীকে।

Lata Mangeshkar LIVE: প্রতিভার নিরিখে তিনি সঠিক অর্থেই ভারতের নাইটিঙ্গল : ট্যুইটে লেখেন মুখ্যমন্ত্রী

লতা মঙ্গেশকরের প্রয়াণে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ট্যুইট, ভারতের প্রয়াত আইকন ভারতরত্ন লতা মঙ্গেশকরকে আমার অন্তরের শ্রদ্ধা। তাঁর পরিবার ও গোটা বিশ্বে তাঁর কোটি কোটি অনুরাগীদের আন্তরিক সমবেদনা। প্রতিভার নিরিখে তিনি সঠিক অর্থেই ভারতের নাইটিঙ্গল। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। এই গ্রহের তাঁর সমস্ত ভক্ত ও অনুরাগীদের মতো আমিও তাঁর কণ্ঠস্বরে মুগ্ধ ছিলাম। বাংলা ও পূর্ব ভারতকে শুধু মনে জায়গা দেওয়াই নয়, নিজের অসাধারণ সঙ্গীত জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তোলায় আমি তাঁর কাছে কৃতজ্ঞ। ট্যুইটে লেখেন মুখ্যমন্ত্রী।

Remembering Lata Mangeshkar LIVE: "বাংলার শ্রেষ্ঠ সম্মান দিতে চেয়েছিলাম'' শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

"বাংলার শ্রেষ্ঠ সম্মান দিতে চেয়েছিলাম। অসুস্থতার কারণে আসতে পারেননি।'' সুর সম্রাজ্ঞীর প্রয়াণে এবিপি আনন্দর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-কে দেওয়া প্রতিক্রিয়ায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর। কাল রাজ্যে অর্ধ দিবস ছুটি ঘোষণা।

Remembering Lata Mangeshkar LIVE: ২০০১ সালে পান ভারতরত্ন সম্মান পান লতা

২০০১ সালে পান ভারতরত্ন সম্মান৷  জাতীয় পুরস্কার পেয়েছেন ৩ বার, ফিল্মফেয়ার পুরস্কার ৪ বার৷ 
এছাড়া পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে, রাজীব গান্ধী পুরস্কার-সহ অজস্র সম্মান ও পুরস্কারে ভূষিত হয়েছেন লতা মঙ্গেশকর৷

Remembering Lata Mangeshkar LIVE: বেলা সাড়ে ১২টা নাগাদ লতা মঙ্গেশকরের মরদেহ নিয়ে যাওয়া হবে প্রভুকুঞ্জের বাসভবনে

বেলা সাড়ে ১২টা নাগাদ লতা মঙ্গেশকরের মরদেহ নিয়ে যাওয়া হবে প্রভুকুঞ্জের বাসভবনে। বিকেল ৪টে নাগাদ নিয়ে যাওয়া হবে শিবাজি পার্কে। সন্ধে সাড়ে ৬টায় শেষকৃত্য। লতা মঙ্গেশকরের মৃত্যুতে ২ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামীকাল রাজ্যেও অর্ধদিবস ছুটি ঘোষণা। 

Remembering Lata Mangeshkar LIVE: সুর হারাল ভারত, কোকিল কণ্ঠীর প্রয়াণে প্রতিক্রিয়া রাজনাথের

সুর হারাল ভারত। কোকিল কণ্ঠীর প্রয়াণে প্রতিক্রিয়া রাজনাথের। ইন্দিরার সঙ্গে ছবি পোস্ট করে শ্রদ্ধা রাহুলের। ভারতীয় কলা জগতে অপূরণীয় ক্ষতি, প্রতিক্রিয়া প্রিয়ঙ্কার।

প্রেক্ষাপট

মুম্বই : প্রয়াত সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ( Lata Mangeshkar) , বয়স হয়েছিল ৯২ বছর।  করোনা আক্রান্ত হওয়ায় গত ১১ জানুয়ারি তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ( Mumbai hospital) ভর্তি করা হয়। নিউমোনিয়াতেও আক্রান্ত হন নবতিপর শিল্পী। তারপর থেকে ছিলেন ICU-তেই।প্রায় একমাস ধরে হাসপাতালে চলেছে লড়াই। গতকাল শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাখা হয় ভেন্টিলেশনে।


শেষপর্যন্ত নিভে গেল জীবন-দীপ। বেলা সাড়ে ১২টা নাগাদ বাসভবনে নিয়ে যাওয়া হবে মরদেহ। বিকেল ৪টে নাগাদ নিয়ে যাওয়া হবে শিবাজি পার্কে। সন্ধে সাড়ে ৬টায় শেষকৃত্য। লতা মঙ্গেশকরের মৃত্যুতে ২ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। 


লতা মঙ্গেশকরের প্রয়াণে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শ্রদ্ধাজ্ঞাপন করে ট্যুইটারে লিখেছেন, লতাজির মৃত্যু গোটা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের মতো আমার কাছেও হৃদয়-বিদারক। তাঁর গানের বিস্তৃত পরিসরে ভারতের সৌন্দর্য ফুটে উঠেছে। একের পর এক প্রজন্ম তাঁর গানে আবেগ প্রকাশের ভাষা খুঁজে পেয়েছে। ভারতরত্ন লতাজির কৃতিত্ব অতুলনীয়। শতাব্দীতে এমন শিল্পী একজনই জন্মান। লতা দিদি ছিলেন ব্যতিক্রমী চরিত্র। যখনই দেখা হয়েছে আন্তরিক ব্যবহার পেয়েছি। ঐশ্বরিক কণ্ঠ চিরকালের জন্য থেমে গেলেও তার সুর অমর, অনন্তকাল ধরে প্রতিধ্বনিত হবে। পরিবার ও অনুরাগীদের প্রতি আমার সমবেদনা। ট্যুইটে শ্রদ্ধাজ্ঞাপন রাষ্ট্রপতির।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.