মুম্বই: করোনা আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন বিরানব্বই বছর বয়সী গায়িকা। ভর্তি করা থেকে তাঁকে আইসিইউতে রাখা হয়। করোনার সঙ্গে তাঁর রয়েছে নিউমোনিয়ার সমস্যাও। লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা। সম্প্রতি বর্ষীয়ান গায়িকার মুখপাত্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সুরসম্রাজ্ঞীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।


করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসার পর গত ৯ জানুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় লতা মঙ্গেশকরকে। চিকিৎসক প্রতীত সমদানীর তত্ত্বাবধানে রয়েছেন বর্ষীয়ান গায়িকা। করোনার সঙ্গে নিউমোনিয়ার সমস্যা থাকায় তাঁকে অত্যন্ত বিশেষ পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে বলে জানানো হয় চিকিৎসকের পক্ষ থেকে। সঙ্গে তাঁরা মাথায় রেখেছেন তাঁর বয়সের কথাও। তাই গত কয়েকদিনে চিকিৎসক প্রতীত সমদানীর পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করে এএনআইকে জানানো হয়েছিল যে, বয়সের কারণেই সেরে উঠতে সময় লাগছে লতা মঙ্গেশকরের। তার সঙ্গে সুরসম্রাজ্ঞীর দ্রুত আরোগ্য কামনায় অনুরাগীদের প্রার্থনা করারও কথা বলেন। 


আরও পড়ুন - Kapil Sharma’s Daughter: ড্রাম বাজাচ্ছে একরত্তি মেয়ে, ভিডিও শেয়ার কপিল শর্মার


সম্প্রতি লতা মঙ্গেশকরের মুখপাত্র অনুষা শ্রীনিবাসনের পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে তিনি জানিয়েছেন, 'লতা দি এখন স্থিতিশীল রয়েছেন। চিকিৎসক যখন অনুমতি দেবেন, তখনই তিনি বাড়িতে ফিরবেন।'


লতা মঙ্গেশকরের বোন উষা মঙ্গেশকর সম্প্রতি জানিয়েছিলেন যে, করোনার কারণে তাঁরা বর্ষীয়ান গায়িকার কাছে যেতে পারছেন না। চিকিৎসক এবং নার্সরা সর্বক্ষণ তাঁর কাছে রয়েছেন। চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন সুরসম্রাজ্ঞী। 


প্রসঙ্গত, লতা মঙ্গেশকরের দ্রুত সুস্থতা কামনায় বোন আশা ভোঁসলে (Asha Bhosle) গায়িকার বাড়িতে বিশেষ পুজোর আয়োজন করেছেন। এক সাক্ষাৎকারে আশা ভোঁসলে জানান, 'ওঁর বাড়িতে (প্রভুকুঞ্জ, পেডার রোড) ভগবান শিবের বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। যাতে ওঁ খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন, তার জন্য আমরা পরিবারের সদস্যরা ভগবান মহাদেবের কাছে প্রার্থনা করছি।'