মুম্বই: লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) অসুস্থ হওয়ার পর থেকে তাঁর সঙ্গে সর্বক্ষণ ছিলেন আশা ভোঁসলে (Asha Bhosle)। দিদির দ্রুত আরোগ্য কামনায় বাড়িতে বিশেষ পুজোর আয়োজনও করেছিলেন। অনুরাগীদেরও বর্ষীয়ান গায়িকার স্বাস্থ্যের খবর নিয়মিত দিতেন। অনুরাগীরা এখনও বিশ্বাস করতে পারছেন না যে, সত্যি সত্যিই আর এই পৃথিবীতে নেই লতা মঙ্গেশকর। গত প্রায় একটা মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সুর সম্রাজ্ঞী। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তার সঙ্গে ছিল নিউমোনিয়ার সমস্যাও। চিকিৎসকা বারবার জানাচ্ছিলেন, সেরে ওঠার আপ্রাণ চেষ্টা করলেও বয়সের কারণে সেরে উঠতে সময় লাগছে তাঁর। কিন্তু শেষ রক্ষা হল না। বিরানব্বই বছর বয়সে চলে গেলেন লতা মঙ্গেশকর।


আরও পড়ুন - Top Entertainment News Today: প্রয়াত লতা মঙ্গেশকর, এক ঝলকে আজকের সেরা বিনোদনের খবরগুলি


কিছুদিন আগেই লতা মঙ্গেশকর হাসপাতালে ভর্তি থাকাকালীন দিদির দ্রুত আরোগ্য কামনায় বাড়িতে বিশেষ পুজোর আয়োজন করেন আশা ভোঁসলে। গতকালও কিংবদন্তি গায়িকার শারীরিক অবস্থার অবনতি হওয়ার তড়িঘড়ি হাসপাতালে ছুটে যান তিনি। আর লতা মঙ্গেশকরের প্রয়াণ এবং শেষকৃত্যের পর ছোটবেলার ছবি শেয়ার করে আবেগে ভাসলেন গায়িকা। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে লতা মঙ্গেশকরের সঙ্গে ছোটবেলার ছবি শেয়ার করেছেন আশা ভোঁসলে। সঙ্গে লিখেছেন, 'ছোটবেলার দিনগুলো কী সব দিন ছিল। দিদি আর আমি'। সঙ্গে ভালোবাসার ইমোজিও শেয়ার করেন তিনি। আশা ভোঁসলের পোস্ট করা ছবিতে লাইক কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেট নাগরিক থেকে তারকারা। শোক প্রকাশ করার মতো অবস্থাতেও নেই বহু মানুষ। লতা মঙ্গেশকরের প্রয়াণ এতটাই বিধ্বস্ত করে দিয়েছে তাঁদের। তাই ইমোজি দিয়েই মনের ভাব প্রকাশ করেছেন। লতা মঙ্গেশকরের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন তাঁরা।



গত ৮ জানুয়ারি করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন লতা মঙ্গেশকর। সঙ্গে ছিল নিউমোনিয়ার সমস্যাও। কয়েকদিন আগেই মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ জানিয়েছিলেন যে করোনা এবং নিউমোনিয়ার সমস্যা কাটিয়ে উঠেছেন লতা মঙ্গেশকর। কিন্তু তিনি যে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন না, তা একেবারেই আশা করেননি অনুরাগীরা। আজ তাঁর প্রয়াণে তাই শোকস্তব্ধ গোটা দেশ।