কলকাতা: কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশের মানুষ। তাঁর প্রতি শেষ শ্রদ্ধাজ্ঞাপনে ভরে রয়েছে নেট দুনিয়া। সাধারণ মানুষ থেকে তারকারা তাঁকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। অন্যদিকে বাংলা ছবির দুনিয়ায় ঘোষণা হল রাজ-শুভশ্রীর দুই ছবির মুক্তির দিন। এক ঝলকে দেখে নেওয়া যাক বিনোদনের জগতের সেরা খবরগুলি।


প্রয়াত লতা মঙ্গেশকর- থামল সুরঝঙ্কার। প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। করোনায় আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। চলছিল চিকিৎসা। কিন্তু শেষ রক্ষা হল না। মারণ রোগ করোনা এবং নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন না লতা মঙ্গেশকর। দেশ বিদেশের অগণিত অনুরাগীকে কাঁদিয়ে পরলোকগমন করলেন তিনি।


লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকবার্তা রাষ্ট্রপতির-


প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। দেশজুড়ে শোকের ছায়া। শোকবার্তা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। তিনি বলেন, "একজন ভারতরত্ন, লতাজির কৃতিত্ব অতুলনীয় থাকবে।"


লতা মঙ্গেশকরের প্রয়াণে ২ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা-


প্রয়াত সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। বয়স হয়েছিল ৯২ বছর।  গত ৮ জানুয়ারি করোনা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন। তারপর থেকে ছিলেন ICU-তেই। তাঁর প্রয়াণে ২ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে।


লতার স্মৃতিচারণায় হৈমন্তী শুক্লা-


রবিবার সুর সম্রাজ্ঞীর মৃত্যুর খবর সামনে আসতেই টেলিফোনে এবিপি আনন্দকে নিজের প্রতিক্রিয়া জানান হৈমন্তী শুক্লা। সুর সম্রাজ্ঞীর কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। বলেন, ‘‘উনি স্বয়ং মা সরস্বতী ছিলেন। ওঁর সঙ্গে কথা বলার, ওঁকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল আমার। আমরা বুঝি, মানুষ চিরকাল থাকে না। কিন্তু উনি তো মানুষ ছিলেন না! দেবী ছিলন। দেবী সরস্বতী।’’


আরও পড়ুন - Lata Mangeshkar Demise: কোকিলকণ্ঠী আপনাকে মিস করব: সলমন খান


লতা মঙ্গেশকরের প্রয়াণে লোপামুদ্রা-


প্রবাদপ্রতিম শিল্পীর মৃত্যুতে প্রতিক্রিয়া জানতে চাইলে এবিপি আনন্দকে ফোনে লোপামুদ্রা বলেন, ‘‘লতা মঙ্গেশকরের চলে যাওয়া ভারতের কাছে অন্য রকম একটা শোকের জায়গা। যে কেউ, যত যা-ই করে থাকুন না কেন, দ্বিতীয় লতা মঙ্গেশকর আর তৈরি হবে না।’’


সুরসম্রাজ্ঞীর প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর-


মুখ্যমন্ত্রীর ট্যুইট, ' ভারতের প্রয়াত আইকন ভারতরত্ন লতা মঙ্গেশকরকে আমার অন্তরের শ্রদ্ধা। তাঁর পরিবার ও গোটা বিশ্বে তাঁর কোটি কোটি অনুরাগীদের আন্তরিক সমবেদনা। প্রতিভার নিরিখে তিনি সঠিক অর্থেই ভারতের নাইটিঙ্গল। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। এই গ্রহের তাঁর সমস্ত ভক্ত ও অনুরাগীদের মতো আমিও তাঁর কণ্ঠস্বরে মুগ্ধ ছিলাম। ' 


ওমিক্রন কাটিয়ে উঠেছেন সন্ধ্যা মুখোপাধ্যায়-


ওমিক্রনের প্রকোপ কাটিয়ে উঠেছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay Health Update) । আপাতত শিল্পীর অবস্থা স্থিতিশীল। এবিপি আনন্দে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণে যখন শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে। একই সঙ্গে সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়েও উদ্বেগে রয়েছেন বাংলার মানুষ। তাঁদের উদ্দেশে এমনই বার্তা দিলেন মমতা।


লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ কুমার শানু-


নক্ষত্রপতনের খবর শুনে শোকস্তদ্ধ কুমার শানু। এবিপি আনন্দকে বললেন, 'লতাজীর থেকে কেবল গান শিখিনি, ওঁর থেকে জীবনযাপন শিখেছিলাম। ওঁর মৃত্যুতে মনে হয় মাথার ওপর থেকে মা চলে গেলেন। গতকাল সরস্বতী পুজো হল আর আজ সুরের জগতের সরস্বতী চলে গেলেন। আমি ওনার সঙ্গে অনেক গান গেয়েছি। প্রথম গান একসঙ্গে গেয়েছিলাম, 'পেয়ার তুম মুঝসে করতে হো'। এখনও মনে আছে উনি এত সাহস দিয়েছিলেন। বলেছিলেন গান ভালো হয়েছে। আমাদের কাছে লতাজী সরস্বতী। মনে হয়েছিল, উনি যখন বলছেন, তাহলে সত্যি সত্যি ভালো গান গেয়েছি। ভিতর থেকে সাহস পেয়েছিলাম ওই কথাটায়। উনি বলেছিলেন, শানু তুমি খুব সুরে গাও। এমন করেই গান গাইতে থাকো। এর থেকে বড় প্রাপ্তি আমার জীবনে আর কিছু হতে পারে না।'


সুর-সম্রাজ্ঞীর প্রয়াণে কালো আর্ম-ব্যান্ড পরে ময়দানে ভারতীয় দল-


ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে টসে জিতে ফিল্ডিং ভারতের। আজ গুজরাতের আহমদাবাদে প্রথম একদিনের ম্যাচ। এদিকে লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) মৃত্যুতে সুর সম্রাজ্ঞীকে শ্রদ্ধা জানিয়ে আজ কালো আর্ম ব্যান্ড পরে ময়দানে ভারতীয় ক্রিকেটাররা।  আজ ম্যাচ শুরুর আগে ট্যুইটারে বিসিসিআইয়ের তরফে ট্যুইটারে জানানো হয়, ভারতরত্ন লতা মঙ্গেশকর, যিনি আজ প্রয়াত হয়েছেন, তাঁকে শ্রদ্ধা জানাতে ভারতীয় ক্রিকেট দল কালো আর্মব্যান্ড পরছে। ক্যুইন অফ মেলোডি লতাদিদি ক্রিকেট ভালবাসতেন। সবসময় এই খেলাটাকে সমর্থন করে গেছেন। পাশে দাঁড়িয়েছেন টিম ইন্ডিয়ারও। 


লতা মঙ্গেশকরকে নিয়ে পোস্ট এ আর রহমানের-


আজ একটি ভিডিও বার্তায় শোকজ্ঞাপন করে সঙ্গীতশিল্পী এ আর রহমান বলেন, 'লতা মঙ্গেশকরের মৃত্যুতে সঙ্গীত জগতের যে ক্ষতি হল তা অপূরণীয়। তবে লতাজির সঙ্গে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে গেলে আমার প্রথমেই মনে হয় বাবার কথা। খুব ছোটবেলায় বাবাকে হারিয়েছি আমি। তবুও মনে পড়ে খাটের পাশে লতাজির একটি ছবি রেখেছিলেন বাবা।আমার বাবা লতাজির খুব বড় অনুরাগী ছিলেন। আমাদের বাড়িতে লতা মঙ্গেশকরের একটি ছবি রয়েছে। আমার মনে আছে, প্রতিদিন বাড়ি থেকে স্টুডিয়োর উদ্দেশে বেরনোর সময় সেই ছবিতে প্রণাম করতেন বাবা। কখনও লতাজির আশীর্বাদ ছাড়া তিনি স্টুডিয়োতে যেতেন না। লতাজির ছবিটিই বাবাকে অনুপ্রাণিত করত।'


লতা মঙ্গেশকরের প্রয়াণে নরেন্দ্র মোদি-


রাখি পাঠাতেন নিয়ম করে। দেখা করতে গেলে গুজরাতি খাবারও খাওয়াতেন। সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের(Lata Mangeshkar Death) প্রয়াণে সঙ্গীত জগতের যেমন ক্ষতি হয়েছে, তেমনই ব্যক্তিগত ভাবেও ক্ষতি হয়েছে তাঁর। দেশবাসীর সামেন সেই ক্ষতি তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মৃত্যুর খবর পেয়ে রবিবার সকালেই টুইট করেছিলেন মোদি। ভারতীয় সঙ্গীত জগতে শূন্যতা নেমে এল বলে লিখেছিলেন তাতে। এ বার ভার্চুয়াল ভাষণেও সুর সম্রাজ্ঞীকে শ্রদ্ধা জানালেন মোদি।


জোড়া ঘোষণা রাজ-শুভশ্রীর-


দুই নতুন ছবির মুক্তির কথা একই দিনে ঘোষণা করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। রাজ চক্রবর্তী (Raj Chakraborty) পরিচালিত নতুন ছবি 'হাবজি গাবজি' (Habji Gabji) ও 'ধর্মযুদ্ধ' (Dharma Juddha) মুক্তির দিন ঘোষণা করলেন নায়িকা। বছর দুয়েক ধরে মুক্তির অপেক্ষায় দিন গুণছে ‘ধর্মযুদ্ধ’, ‘হাবজি গাবজি’। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ছবি মুক্তির দিন ঠিক করতে চাননি নির্মাতা সংস্থা। সোশ্যাল মিডিয়ায় দুটি ছবির পোস্টার শেয়ার করেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। লিখেছেন, 'আমরা এবার চমক নিয়ে আসছি। প্রথমে হাবজি গাবজি ও তারপর ধর্মযুদ্ধ। আনন্দ হচ্ছে এটা জানাতে যে হাবজি গাবজি মুক্তি পাবে জুন মাসের ৩ তারিখে। এরপর ধর্মযুদ্ধ মুক্তি পাবে অগাস্ট মাসের ১২ তারিখে।' একই খবর ভাগ করে নেওয়া হয়েছে প্রযোজনা সংস্থার তরফ থেকেও।