মুম্বই: প্রয়াত লতা মঙ্গেশকর (Lata Mangeshkar Passes Away)। বিনোদনের জগতের নক্ষত্রপতনে শোকাহত দেশ থেকে বিদেশ। সুর সম্রাজ্ঞীর প্রয়াণে শোকে আচ্ছন্ন তারকারা থেকে সাধারণ মানুষ। লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকাহত গায়িকা শ্রেয়া ঘোষাল (ShreyaGhoshal)। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করলেন মনের কথা। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শ্রেয়া ঘোষাল লেখেন, 'অসাড় লাগছে। গতকাল মা সরস্বতীর পুজো ছিল। আজ মা তাঁর আশীর্বাদ নিজের সঙ্গে নিয়ে চলে গেলেন। কেমন যেন মনে হচ্ছে, আজ বাতাস থেমে রয়েছে। পাখিরা গান গাইছে না, গাছেরাও চুপ। সারা বিশ্বে কোকিলকণ্ঠী ভারতরত্ন লতা মঙ্গেশকরের সৃষ্টি করা সুর প্রতিধ্বনিত হচ্ছে। শান্তিতে থাকুন। ওম শান্তি।'
গতকাল লতা মঙ্গেশকরের স্বাস্থ্যের অবস্থার অবনতি হওয়ার খবর পাওয়ার পরই দিদিকে দেখতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গিয়েছিলেন বোন আশা ভোঁসলে। আশা ভোঁসলে ছাড়াও, চলচ্চিত্র নির্মাতা মধুর ভান্ডারকর, সুপ্রিয়া সুলে এবং রশ্মি ঠাকরেকেও লতা মঙ্গেশকরকে দেখতে হাসপাতালে যান। এর আগে, এমএনএস প্রধান রাজ ঠাকরেও হাসপাতালে লতা মঙ্গেশকরকে দেখতে ছুটে গিয়েছিলেন বলে জানা গেছে। লতাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। লতাকে দেখতে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন মধুর ভান্ডারকর।
আরও পড়ুন - Lata Mangeshkar Death: ঈশ্বরের বরেই পৃথিবীতে এসেছিলেন ‘লতাদিদি’, ভার্চুয়াল ভাষণে বললেন মোদি
গত ৮ জানুয়ারি করোনা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। ২৭ দিন ধরে তিনি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ সকালে জীবনাবসান হয় সুর সম্রাজ্ঞীর। করোনার সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন গায়িকা। চিকিৎসায় সাড়া দিয়ে ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হচ্ছিল তাঁর। বের করা হয়েছিল ভেন্টিলেশন থেকেও। তবে ফের তাঁর ফের স্বাস্থ্যের পরিস্থিতি সঙ্কটাপন্ন হওয়ায় নিয়ে যাওয়া হয়েছিল আইসিইউ-তে। গতকাল রাত থেকেই শারিরীক অবস্থার অবনতি হয়েছিল তাঁর।