মুম্বই : সুর সম্রাজ্ঞীর প্রয়াণে শোকবার্তা ক্রীড়ামহলের। অনিল কুম্বলে, বীরেন্দ্র সহবাগ থেকে শুরু করে বিরাট কোহলি- শোকপ্রকাশ করলেন একের পর এক ক্রিকেটার।
ট্যুইটারে বিরাট কোহলি লেখেন, লতাজির প্রয়াণে ভীষণ মর্মাহত। তাঁর সঙ্গীত গোটা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের হৃদয় স্পর্শ করেছে। যেসব গান ও স্মৃতি আপনি উপহার দিয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। তাঁর পরিবার ও কাছের মানুষদের সমবেদনা জানাই।
ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান নিজেরে ট্যুইটার পেজে লিখেছেন, আপনার সঙ্গীত আমাদের আত্মাকে স্পর্শ করে, আমাদের মুখে হাসি এনে দেয়। আপনার আত্মার শান্তি কামনা করি লতাজি। আপনার সঙ্গীত পরবর্তী প্রজন্মের অনুপ্রেরণা।
অজিঙ্কে রাহানে লিখছেন, লতা মঙ্গেশকরের মৃত্যুতে আজ নাইটিঙ্গেল-কে হারাল দেশ। এই কঠিন সময়ে লতাদিদির পরিবারের জন্য প্রার্থনা জানাই। ওম শান্তি।
আরও পড়ুন ; "পয়সা নয়, শুধু আপনার জন্যই গাইছি", লতার কথায় চমকে গিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়
গৌতম গম্ভীর বলেন, কিংবদন্তিরা চিরকাল বেঁচে থাকেন। কেউই ওঁর মতো হতে পারবেন না। #LataMangeshkar
অনিল কুম্বলে লিখলেন, লতা মঙ্গেশকরের মৃত্যুতে সমবেদনা জানাই। তাঁর কণ্ঠ অনুপ্রেরণা জোগাবে।
বীরেন্দ্র সহবাগ লেখেন, ভারতের নাইটিঙ্গেল, যাঁর গলা যা গোটা বিশ্বে লক্ষ লক্ষ মানুষের আনন্দ ও সুখের কারণ, তিনি চলে গেলেন। তাঁর পরিবার ও ভক্তদের সমবেদনা জানাই। ওম শান্তি।
গত ৮ জানুয়ারি করোনা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। ২৭ দিন ধরে তিনি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ সকালে জীবনাবসান হয় সুর সম্রাজ্ঞীর। করোনার সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন গায়িকা। চিকিৎসায় সাড়া দিয়ে ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হচ্ছিল তাঁর। বের করা হয়েছিল ভেন্টিলেশন থেকেও। তবে ফের তাঁর ফের স্বাস্থ্যের পরিস্থিতি সঙ্কটাপন্ন হওয়ায় নিয়ে যাওয়া হয়েছিল আইসিইউ-তে। গতকাল রাত থেকেই শারিরীক অবস্থার অবনতি হয়েছিল তাঁর।