মুম্বই: লতা মঙ্গেশকর ভারতীয়দের বড্ড দুর্বল জায়গা। আর তাঁকে যদি কেউ যতটা ভাবা হয় ততটা নন বা ওভাররেটেড বলেন সেটা তো মেনে নেওয়ার প্রশ্নই নেই। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তুলকালাম যুদ্ধ বেধে যাওয়ার কথা। আর হয়েছেও তাই। প্রবাদপ্রতিম গায়িকা সম্পর্কে একজনের মন্তব্যে টুইটারে একেবারে ঢাল তলোয়ার নিয়ে লড়াই চলছে।
টুইটার ট্রেন্ডে বৃহস্পতিবার সন্ধে থেকে এক নম্বরে ছিল লতা মঙ্গেশকর হ্যাশট্যাগ। এই জীবন্ত কিংবদন্তীকে একজন ওভাররেটেড বলে আখ্যা দেন। @আইকাবেরী নামে ওই ব্যক্তি টুইটারে লেখেন, ভারতীয়দের ব্রেনওয়াশ হয়ে গিয়েছে যে লতা মঙ্গেশকরের গলা ভাল। একটি থ্রেড খুলে তিনি একের পর এক কারণ নথিবদ্ধ করেন, যে কেন লতা তাঁর প্রিয় গায়িকাদের মধ্যে পড়েন না। তিনি লেখেন, লতা তাঁর যত দিন গাওয়া উচিত ছিল তার থেকে অনেক বেশি দিন ধরে গেয়ে চলেছেন। বেশি বেশি ব্যবহার করে লতার গান একেবারে শেষ। অন্যান্য নামী গায়ক গায়িকারা যে সব সময় তাঁর এত প্রশংসা করে চলেন, তার কারণ হল, লতা নিজের একটা ভাবমূর্তি বজায় রেখে চলেছেন। অথচ বাস্তবে তিনি অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ এবং নির্মম। কেউ তাঁর মুখোমুখি দাঁড়াতে চায় না কারণ তাঁর ক্ষমতা অত্যন্ত বেশি।
কাবেরীর অভিযোগ, লতা একার হাতে অনুরাধা পাড়ওয়াল সহ বহু গায়িকার কেরিয়ার শেষ করে দিয়েছেন। একমাত্র অনুরাধাই তাঁকে চ্যালেঞ্জ জানানোর জায়গায় ছিলেন। রেখা ভরদ্বাজ সহ বহু গায়িকার সঙ্গে এমন করেছেন তিনি। তাঁর কথায়, ভাল হয়েছে, লতা উমরাও জান ছবিতে গান করেননি। পাকিজা পর্যন্ত আমার তাঁকে ততটাও খারাপ লাগেনি অবশ্য।
কাবেরীর এই মন্তব্য নিয়ে টুইটারে ঝড় বয়ে যায়। সাত হাজারের কাছাকাছি লাইক পায় তাঁর থ্রেড, সঙ্গে প্রায় দুহাজার রিটুইট। ট্রেন্ড শুরু হয়ে যায় #লতামঙ্গেশকর। কেউ কেউ উল্লেখ করেন, বাড়ির পাশে ফ্লাইওভার হলে লতা নাকি দেশ ছাড়ার হুমকি দিয়েছিলেন! কিন্তু অনেকেই কাবেরীর সমালোচনা করেন, তাঁদের মধ্যে ছিলেন বিখ্যাত গায়ক আদনান সামি এবং বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রী। অগ্নিহোত্রী বলেন, আমি যে সরস্বতী এবং ঈশ্বরে বিশ্বাস করি, তার অন্যতম কারণ লতা মঙ্গেশকর।
সামি আবার বলেন, মাথায় বুদ্ধি যখন একেবারে নেই, তখন মুখ বন্ধ রাখাই তো ভাল, তাই না?
এর আগে সামি লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে এবং পাক গায়িকা নূরজাহানের একটি ছবি পোস্ট করেন। টুইটারে উচ্চ প্রশংসিত হয় ছবিটি।