নয়াদিল্লি: প্রয়াত কন্নড় অভিনেতা (Kannada actor) পুনীত রাজ কুমারকে (Puneeth Raj Kumar) মরণোত্তর 'কর্ণাটক রত্ন' (Karnataka Ratna) সম্মানে ভূষিত করা হবে। এটি কর্ণাটক সরকার প্রদত্ত সর্বোচ্চ নাগরিক পুরস্কার। ১ নভেম্বর, বেঙ্গালুরুতে এটি অনুষ্ঠিত হবে। বুধবারই এই ঘোষণা করা হয়েছে কর্ণাটক সরকারের তরফে।


পুনীত রাজ কুমারকে 'কর্ণাটক রত্ন' সম্মান


বুধবার কর্ণাটক মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের (Chief Minister Basavaraj Bommai) তরফে ঘোষণা করা হয়েছে এখনও পর্যন্ত এই সম্মানে মোট ৮ জনকে সম্মানিত করা হয়েছে। তবে ২০০৯ সালের পর থেকে কাউকে এই পুরস্কার দেওয়া হয়নি। পুনীত রাজ কুমারের পরিবার, মন্ত্রী ও সিনিয়র আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কন্নড় সিনে দুনিয়া, কন্নড় ভাষা ও সংস্কৃতির জন্য পুনীত রাজের অবদানের কথা মাথায় রেখেই এই সম্মান তাঁকে দেওয়া হবে।


বাসবরাজ বোম্মাই বলেন, 'পুনীত রাজ কুমার আসল কন্নড় রত্ন, যিনি তাঁর জীবনভরের পরিশ্রম দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। যুবকদের অনুপ্রেরণা হয়ে থাকুন তিনি এবং এই কারণেই তাঁকে মরণোত্তর সম্মান দেওয়া হচ্ছে।' ১ নভেম্বর, বিকেল ৫টায় বিধান সৌধয় এই সম্মান প্রদান অনুষ্ঠান করা হবে। উপস্থিত থাকবেন শিল্প ও কলা দুনিয়ায় বিভিন্ন নামী মানুষেরা, এছাড়া বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরাও।


পুনীত রাজ কুমারের অনুরাগীরা দাবি করেছিলেন যে প্রয়াত অভিনেতার প্রতি সম্মান জানিয়ে আরও বড় করে অনুষ্ঠান করতে হবে। সেই প্রসঙ্গে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১ নভেম্বরের পর দশ দিন ব্যাপী কর্মসূচিরতে বেঙ্গালুরুর বিভিন্ন অংশে আরও তিনটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


প্রসঙ্গত, গত ৯ অক্টোবর, পুনীতের শেষ ছবি 'গন্ধারা গুড়ি'র ট্রেলার মুক্তি পেয়েছে। এটি একটি ডকুড্রামা, যেখানে কর্ণাটকের বন্যপ্রাণী সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৮ অক্টোবর, অভিনেতার প্রথম মৃত্যুবার্ষিকীর এক দিন আগে।


 






আরও পড়ুন: 'Dream Girl 2': আয়ুষ্মান খুরানার 'ড্রিম গার্ল ২' মুক্তির নতুন তারিখ ঘোষণা