নয়াদিল্লি: সম্প্রতি মুক্তি পেয়েছে 'ডক্টর জি' (‘Doctor G’)। মুখ্য ভূমিকায় আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। প্রশংসায় পঞ্চমুখ অনুরাগী থেকে সমালোচক সকলেই। অনুভূতি কাশ্যপের পরিচালনায় এই ছবিতে তাঁকে স্ত্রী রোগ বিশেষজ্ঞের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে। এবার অপেক্ষায় আয়ুষ্মানের 'ড্রিম গার্ল ২'-এর (Dream Girl 2) মুক্তি। স্বভাবতই উত্তেজিত তাঁর অনুরাগীরা। 


মুক্তির অপেক্ষায় 'ড্রিম গার্ল ২'


আয়ুষ্মান খুরানা অভিনীত ২০১৯ সালের হিট ছবি 'ড্রিম গার্ল'-এর দ্বিতীয় ভাগ আসছে। তবে এই ছবির মুক্তি সম্পর্কে এক বিশেষ ঘোষণা শোনা যাচ্ছে। একাধিক ছবির মুক্তির তারিখ পিছিয়ে যাচ্ছে, সেখানে এই ছবির মুক্তির তারিখ (Release Date) এগিয়ে আসছে। 


আয়ুষ্মান খুরানা ও অনন্যা পাণ্ডে (Ananya Panday) অভিনীত এই ছবি মুক্তি পাচ্ছে পূর্ব নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগে। ছবিটি আগে মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৩ সালের ২৯ জুন। তবে সেই তারিখ এগিয়ে ২৩ জুন করা হয়েছে। 


কেন পরিবর্তিত হল মুক্তির তারিখ?


'ড্রিম গার্ল ২' মুক্তি পাওয়ার কথা ছিল ২৯ জুন, ২০২৩। তবে ওই একই দিনে মুক্তি পাচ্ছে কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবাণী অভিনীত 'সত্য প্রেম কি কথা'। ওই ছবির সঙ্গে সংঘর্ষ এড়াতেই নাকি ছবি আগে মুক্তি করানোর সিদ্ধান্ত নিয়েছে 'ড্রিম গার্ল ২'-এর নির্মাতারা।


আরও পড়ুন: 'Doctor Bakshi': ফের পিছিয়ে গেল পরমব্রত-শুভশ্রী-বনির 'ডাঃ বক্সী'র মুক্তি






প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে 'ড্রিম গার্ল ২'-এর অ্যানাউন্সমেন্ট টিজার। সেখানেই দেখা গেছে এবারের ছবিতে আয়ুষ্মানের বিপরীতে অভিনয় করবেন অনন্যা পাণ্ডে। প্রসঙ্গত, 'ড্রিম গার্ল' ছবিতে আয়ুষ্মান খুরানার বিপরীতে দেখা গিয়েছিল নুসরত ভারুচাকে।